গরমে চুলের যত্ন যেভাবে নিবেন
অতিষ্ঠ এই প্রচন্ড গরমে আবহাওয়ার চরম প্রভাব পড়তে পারে আপনার চুলে৷ তেল-চিটচিটে ঘাম ও বাতাসের সাথে মিশে থাকা ধুলোবালি আপনার চুলে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার জন্ম দেয়।
গরমে চুলের যত্ন যেভাবে নিবেন,
শ্যাম্পুঃ চুলের যত্নের প্রথম ধাপ হচ্ছে চুল পরিষ্কার রাখা৷ সপ্তাহে অন্তত ৩-৪ বার চুলে শ্যাম্পু করুন। এছাড়া বাহিরে গেলে প্রতিদিন শ্যাম্পু করুন। চাইলে প্রাকৃতিক ক্লিনজিং উপাদান দিয়েও চুল পরিষ্কার রাখতে পারেন৷ এক্ষেত্রে বেশ কার্যকরী হলো শিকাকাই ও রিটা।
চুলে তেলঃ চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার হলেও তেল দিন চুলে৷ নারিকেল, জলপাই এবং আমন্ড তেল চুলের যত্নে উপকারী। এছাড়া বাড়তি পুষ্টির জন্য মেশাতে পারেন লেবু, আমলকীর রস কিংবা মধু।
চুলের প্যাকঃ গরমে মাথা ঠান্ডা রাখতে এবং স্বাস্থ্যোজ্জল চুল পেতে ঘরে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। এক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে অ্যালোভেরা ও মেহেদী।