রিসেপশন পার্টি নয়, বিয়ে ভাঙছে পর্ণতারকা মিয়া খলিফার!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ২০১৯ সালে বাগদান সম্পন্ন হয়েছিল মিয়া খলিফার, এরপর ২০২০ সালের জুন মাসে সুইডিস রবার্ট স্যান্ডবার্গকে বিয়ে করেছিলেন প্রাক্তন পর্ণস্টার মিয়া খলিফা। চলতি বছরে এই কাপলের রিসিপশট পার্টি হওয়ার কথা থাকলেও করোনার থাবায় তা আর হয়ে ওঠেনি। তবে নতুন করে জানা গেল, এখন আর সেই রিসিপশন পার্টি হচ্ছে না। বরং স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মিয়া খলিফা।
নিজের ইনস্টাগ্রাম পেইজে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে মিয়া খলিফা লিখেন, 'আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে  পারি এই বিয়েটা বাঁচানোর জন্য আমরা সবরকম চেষ্টাই করেছি। কিন্তু না, সেটা আর সম্ভব হচ্ছে না। তবে আমরা জানি আমরা বন্ধু। আর এটা বাঁচানোর সব চেস্টা করেছি।'
মিয়া খলিফা আরও লিখেন, আমরা একে  অপরকে ভালোবাসি। সম্মান করি। এই বিচ্ছেদও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে আমরা একে অপরকে দোষারোপ করতে পারি না। আমরা কোন অনুশোচনা না করে নিজেদের মত করে আবার শুরু করতে চাই।
ইনস্টাগ্রাম পোস্ট লিঙ্কঃ https://www.instagram.com/p/CRkyJSmMJa9/?utm_source=ig_embed&ig_rid=a48d8343-9c02-4010-985e-a9b9e68245c1