যে গ্রামে সন্তান জন্ম দেয়া নিষেধ!

যে গ্রামে সন্তান জন্ম দেয়া নিষেধ!
পৃথিবীতে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটে। তবে ভারতের মধ্য প্রদেশে এবার এমন এক গ্রামের সন্ধান পাওয়া গেল যেখানে সন্তান জন্ম দেয়া নিষিদ্ধ। গত ৪০০ বছর অই গ্রামে কোন শিশু সন্তানের জন্ম হয় নি। গ্রামের নাম শঙ্ক শ্যাম জি। এই গ্রামের প্রতিটি গর্ভবতী নারী এই নিয়ম মেনে আসছেন। তবে শিশু জন্ম দিতে নিষিদ্ধ হওয়ার ঘোষণা থাকলেও সন্তান গর্ভে ধারণ করতে কোন রকম বিঁধি নিষেধ নেই। ফলে এই গ্রামের সন্তানসম্ভবা মেয়েরা সন্তান প্রসব করে গ্রাম সীমানার বাইরে গিয়ে। শত শত বছর ধরেই এই নিয়ম চলে আসছে ঐ গ্রামে। তবে সন্তান জন্মদান নিষেধ হলেও অই গ্রামে সেবার জন্য রয়েছে হাসপাতাল। কেন এই নিয়ম এই বিষয়ে গ্রামের প্রধানরা জানান, সরোষ শতক থেকেই এই নিয়ম মানা হচ্ছে।  গ্রামবাসী মনে করেন অই গ্রামে সন্তান জন্ম দিলে সন্তানের শারীরিক ক্ষতি হয় কিংবা শিশু সন্তানের মায়ের মৃত্যু হয়। মূলত এর থেকেই এই নিয়ম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow