ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা সমূহ
 
                                                                                                    ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা সমূহ
অনলাইন এ সাধারণত দেখা যায় অনেকেই ভার্চুয়াল ডুয়েল কারেন্সি মাস্টার বা ভিসা কার্ড ক্রয় করে থাকেন। এই কার্ড গুলো ব্যবহারে অনেক সুবিধা থাকলেও, অনেক অসুবিধাও আছে সাথে। তাহলে চলুন আমরা সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নেই:
সুবিধা:
• এই কার্ড এর খরচ অল্প। এবং তাই বেশিরভাগ কোম্পানি বা ব্যাংক এগুলো ফ্রি করে দেয় বা অল্প কিছু টাকা চার্জ করে।
• এই কার্ড দিয়ে আপনি চাইলেই অনলাইনের সকল ধরনের লেনদেন করতে পারবেন। যেমন: ফেসবুক এর বুষ্টিং, গুগলে এডভার্টাইজিং এবং গেম কিনা ইত্যাদি।
• এই কার্ড ডুয়েল কারেন্সি এর হবার কারণে অনলাইন এর মাধ্যমে আপনি এই কার্ড দিয়ে সকল লেনদেন দেখতে পারবেন। এবং একজন আরেকজন এর সাথে লেনদেনও করতে পারবেন।
অসুবিধা:
• এই কার আপনি হাতে ছুঁচে পারবেন না এবং এটি অনলাইন ভিত্তিক থাকবে।
• এই কার্ড অনলাইন ভিত্তিক হওয়ার কারণে আপনার একটি ইউজার নেম ও একটি পাসওয়ার্ড দেক থাকবে। যেটা কেউ যদি হ্যাক করে, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকাই সে ইউজ করতে পারবে।
• বেশিরভাগ ভার্চুয়াল কার্ড বিদেশি হবার কারণে আপনার ডকুমেন্ট দিয়ে কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন না। কিন্তু কিছু কিছু ব্যাংক আপনার নিজের ডকুমেন্ট দিয়ে ভার্চুয়াল কার্ড দিয়ে থাকে ।
• এটি আপনার নিজের ডকুমেন্টে রেজিস্ট্রেশন না হবার কারণে, যদি কোনো কারণে এটির অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলেন বা ইউজারনেম অথবা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আর ফেরত না আসার সম্ভাবনা বেশি থাকবে।
• অনলাইন এর বেশিরভাগ ভার্চুয়াল কার্ড কোন বড় কোম্পানি বা ব্যাংক দ্বারা রেজিস্ট্রেশন করা থাকে না। যার কারণে ঐ কোম্পানি বা ব্যাংক যদি মার্কেট থেকে চলে যায়, সেক্ষেত্রে আপনি আপনার টাকা গুলোও হারাবেন।
তবে অনেক বড় বড় ব্যাংক ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে। তবে আমার জানামতে আপনি যদি সেই ব্যাংক থেকে একটি ফিজিক্যাল কার্ড নেন, সেক্ষেত্রে একটি ভার্চুয়াল কার্ডগুলো ফ্রি পাবেন। এছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট নেয়া লাগবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	