খাওয়ার পর গোসল করা যাবে না, কিন্তু কেন?
সম্মানীত ব্যক্তি কিংবা পরিবারের গুরুজনদের মুখে অনেক সময়ই বলতে শোনা যায় খাওয়ার পর গোসল করা যাবে না। কিংবা গোসল করেই খাবার খেতে হবে। কিন্তু এর কারণ কী? ভরপেট খেয়ে গোসল করলে আসলেই কী কোন সমস্যা হয়? এমন কৌতুহল যাদের রয়েছে, তাদের জন্যই আজকের কন্টেন্ট।
বিশেষজ্ঞদের মতে খাওয়ার পরপরই গোসল করা ঠিক নয়। কেননা ভারী খাবার হজম হওয়ার জন্য শরীরের যে প্রক্রিয়া শুরু হয়, তাতে গোসল করলে পেশিতে টান ধরার ঝুঁকি থাকে।
খাওয়ার পরে শরীরের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই বেড়ে যায়। এরপর গোসল করলে কখনো কখনো হ্রদস্পন্দন বেড়ে যায়৷ ভরা পেটে অবশ্যই সেই অনুভূতি সুখকর হয় না।
অতিরিক্ত ফ্যাটজাতীয় খাবার খাওয়ার পর গোসল করলে হজমপ্রক্রিয়া আরও দেড়িতে সম্পন্ন হয়, যার ফলে গ্যাস বা অম্বলের দেখা দিতে পারে।