সিপিএ মার্কেটিং নিয়ে ধারাবাহিক আলোচনা
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            
সিপিএ মার্কেটিং নিয়ে ধারাবাহিক আলোচনা
অনলাইনে টাকা আয় করার জন্য সিপিএ মার্কেটিং (CPA Marketing) বর্তমান যুগের সবচেয়ে পপুলার একটি মাধ্যম। আপনারা হয়তো অনেকেই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনেছেন এর আগে। সিপিএ মার্কেটিং অনেকটা এফিলিয়েট মার্কেটিং এর মতো করে কাজ করে। তবুঅ সিপিএ মার্কেটিং এর কাজ, সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে বেশ কিছু মেজর পার্থক্য রয়েছে। পরে কোন একটি পোস্টে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব।
তাহলে চলুন সিপিএ মার্কেটিং সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই।
সিপিএ মার্কেটিং (CPA Marketing) কি?
CPA এর পূর্ণরূপ হচ্ছে “Cost per action“। এর মানে হলো আপনি যে ওয়েবসাইট এর হয়ে সিপিএ মার্কেটিং এর কাজ করবেন, সেই ওয়েবসাইট এর মালিক আপনাকে কিছু ছোট ছোট কাজ দিবে, যেগুলো করার মাধ্যমে আপনাকে তারা টাকা দিবে।
উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি একটি ওয়েবসাইটের হয়ে কাজ করতেছেন। তারা আপনাকে কিছু অ্যাপস ডাউনলোড করতে দিলো, এবং সেই অ্যাপস ডাউনলোড করার বিনিময়ে আপনাকে ১০ ডলার পারিশ্রমিক দিবে। যতোক্ষণ পর্যন্ত না আপনি সেই এপ্লিকেশন গুলো ডাউনলোড করতেছেন, ততক্ষণ আপনাকে কোন পারিশ্রমিক দেয়া হবে না।
সিপিএ মার্কেটিং এর জন্য কি কি লাগবে:
• সিপিএ মার্কেটিং এর জন্য প্রথমেই আপনাকে একটি ভালো সিপিএ নেটওয়ার্কে (যেমন: Adworkmeadia, Cpa Lead, Cpa Grip ইত্যাদি) যুক্ত হতে হবে।
তারপরে আপনাকে সিপিএ নেটওয়ার্ক গুলো যেসব কাজ দেবে সেগুলো ধৈর্য সহকারে সম্পন্ন করতে হবে। আপনি চাইলে সিপিএ মার্কেটিং মোবাইল দিয়েও করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো কম্পিউটার দিয়ে করার জন্য।
কারণ অনেক সময় সিপিএ মার্কেটিং করার ক্ষেত্রে মাল্টিটাস্কিং কিছু কাজ করা লাগে। মোবাইলের ক্ষেত্রে মাল্টিটাস্কিং এ স্মুথলি কাজ করা যায় না তেমনভাবে। বেশিরভাগ সময়ই একটা ট্যাব খুললে আরেকটা ট্যাব বন্ধ হয়ে যায়।
• সিপিএ মার্কেটিং এ কি কি কাজ করতে হয়:
• সিপিএ মার্কেটিং এর নির্দিষ্ট কোন কাজ নেই। এখানে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ দিতে পারে। যেমন ধরুণ:
• ১. এপ্স ডাউনলোড
• ২. ডকুমেন্ট ক্রিয়েট করা
• ৩. ওয়েবসাইট ভিজিট করা
• ৪. ওয়েবসাইট এর বিজ্ঞাপনে এ ক্লিক করা
• ৫. ডকুমেন্ট থেকে পিডিএফ ক্রিয়েয় করা
• ৬. ইমেইল মার্কেটিং করা
• ৭. Lead জেনারেট করা (ইত্যাদি)
• রেভিনিউর পরিমাণ:
সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কাজ অনুযায়ী আপনার রেভিনিউ কম বা বৃদ্ধি পাবে। আপনাকে যদি ছোট একটি কাজ দেয় (যেমন: ইমেইল তৈরি), সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠান গুলো ধরা যায় সর্বোচ্চ ০.১ থেকে ১ ডলার পর্যন্ত দিবে। আর যদি আপনাকে মিডিয়াম আকারের কোন কাজ (যেমন অ্যাপস ইন্সটল) দেয়, সেক্ষেত্রে ১ থেকে ১০ ডলার পর্যন্ত দিতে পারে। আর যদি বড় আকার এর কোন কাজ (যেমন: ডকুমেন্টের কোন কাজ) দেয়, সেক্ষেত্রে ১০ থেকে ২০ ডলার পর্যন্তও দিতে পারে।
তবে কাজ যদি আরো বড় হয় সেক্ষেত্রে রেভিনিউ পরিমাণ আরো বেশি পরিমাণের হবে।
• পেমেন্ট সিস্টেম:
বেশিরভাগ সিপিএ মার্কেটিং ওয়েবসাইট গুলো একের অধিক পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে। যেমন: পেপাল, পেওনিয়ার, বিটকয়েন, পেয়ার, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি।
তাই অবশ্যই কোন সিপিএ মার্কেটিং ওয়েবসাইটের সাথে যুক্ত হবার আগে তাদের পেমেন্ট সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন।
• ওয়েবসাইট এর নিয়ম-কানুন:
সিপিএ মার্কেটিং এর সব ওয়েবসাইট গুলোই তাদের নিজস্ব নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হয়। আপনি যদি তাদের নিয়ম অমান্য করেন তাহলে তারা আপনার একাউন্ট সাসপেন্ড করে দেবে।
তাই অবশ্যই সিপিএ মার্কেটিং ওয়েবসাইট এর যুক্ত হবার আগে তাদের টার্মস সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।
সবশেষে, সিপিএ মার্কেটিং এ যুক্ত হবার আগে অবশ্যই সিপিএ মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ভালভাবে না জেনে সিপিএ মার্কেটিং এর ঢুকবেন না, এতে আপনার শুধু টাইম নষ্ট হবে আর কিছু হবেনা।
পোস্টটি পড়ে উপকৃত হলে কমেন্ট করবেন এবং অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন।