উপস্থিত বুদ্ধিমত্তা বাড়াতে যে কাজগুলো করবেন….
চাকরির ইন্টারভিউ কিংবা অফিসের কাজের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দেয়াটা অত্যন্ত কার্যকর। কিন্তু এটি ততটা সহজ নয়। এছাড়া চাকুরীদাতারা সবসময় খুঁজে থাকেন বুদ্ধিমান ও চটপটে প্রার্থী। যেসব কাজের মাধ্যমে নিজের বুদ্ধিমত্তা বাড়াতে পারেন..
চাকরির ইন্টারভিউ কিংবা অফিসের কাজের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দেয়াটা অত্যন্ত কার্যকর। কিন্তু এটি ততটা সহজ নয়। এছাড়া চাকুরীদাতারা সবসময় খুঁজে থাকেন বুদ্ধিমান ও চটপটে প্রার্থী। যেসব কাজের মাধ্যমে নিজের বুদ্ধিমত্তা বাড়াতে পারেন..
এক, চারপাশে মনযোগ দিন: শুধু বইয়ের পাতায় মুখ গুজে না রেখে চারপাশের পরিবেশ ও পরিস্থিতির দিকে গভীর মনযোগ দিন। প্রতিটি মানুষ আলাদা এবং তাদের অনুভূতির প্রকাশভঙ্গিও আলাদা হওয়ায় প্রতিনিয়তই আপনি এসবের মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন। সেই সাথে পাবেন নতুন দৃষ্টিভঙ্গিও।
দুই, মস্তিষ্কের ব্যায়াম: মস্তিষ্ক প্রতিনিয়ত সচল রাখার চেষ্টা করুন। পাজল মেলানো, দাবা খেলা খুবই ভালো অভ্যাস। এছাড়া সুডাকু ও শব্দ মেলানো মনকে উদ্দীপ্ত করে এবং নতুন নতুন সমস্যা সমাধানে উৎসাহিত করে।
তিন, মেডিকেশন: মেডিকেশন বা ধ্যান যেকোন মানসিক সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর। এটি মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও কলুষিত চিন্তা দূর করে। সেই সাথে উদ্বেগ ও হতাশাও দূর করে। প্রতিনিয়ত অন্তত পাচঁ মিনিট মেডিটেশন আপনার বুদ্ধিমত্তা অনেকটাই বাড়িয়ে দেবে।
চার, সংবাদপত্র: প্রতিদিন সংবাদপত্র পড়ুন। দেশের চারপাশে কোথায় কী ঘটছে তা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করুন। এতে ঐ বিষয়ক জ্ঞান অর্জন ছাড়াও আপনার সেন্স প্রখর হবে। এছাড়া যেকোনো ধরণের বই পড়ার অভ্যাসও চিন্তাশক্তি প্রখর করে।
পাঁচ, কৌতূহল: পৃথিবীর কোথায় কী ঘটছে তা জানার জন্য যত বেশী কৌতূহলী হবেন, তত বেশি শিখতে ও জানতে পারবেন। কমিউনিকেশন স্কিল বাড়ান, আশেপাশের সবার সাথে কথা বলুন। কেননা, প্রত্যেকেের সাথেই কথা বলে কোন না কোন জ্ঞান অর্জিত হবে।
What's Your Reaction?