স্মার্টফোন ও সিমকার্ড পরিষ্কার করবেন যেভাবে

স্মার্টফোন ও সিমকার্ড পরিষ্কার করবেন যেভাবে
একটা গবেষণায় দেখা গেছে, টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার ১০ গুণ বেশি জীবাণু রয়েছে আপনার আমার স্মার্টফোনে৷ সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার হওয়ার কারণেই খুব দ্রুত এটি অপরিষ্কার হতে থাকে৷ তাই মাঝে মাঝে এই স্মার্টফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। স্মার্টফোন পরিষ্কার যেভাবে করবেন - সবার আগে ফোনটি সুইচ অফ করে নিন। আপনার স্মার্টফোন ওয়াটার প্রুভ হলে ধোয়ার ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন। না হলে হালকা ভেজা কাপড় বা টিস্য দিয়ে পরিষ্কার করতে হবে। ক্ষার নেই এমন একটা সাবান নিন। সেটার সাথে প্রয়োজনমত পানি মিশিয়ে লিক্যুয়িড তৈরি করে নিন। একটা পাতলা কাপড় ভিজিয়ে নিন। এরপর ভালো করে কাপড়টি নিংড়ে নিন। ভিজা কাপড় দিয়ে আলতোভাবে ফোনের ওপর নিচ ও পাশ মুছুন। কোন জায়গায় ময়লা বেশি হলে হালকাভাবে বারবার ঘষুন। ফোন সরাসরি সাবান মিশ্রিত পানিতে ডোবাবেন না। সিম হোল্ডার ফোন থেকে বের করে নিন। সিমের উপর-নিচ হালকাভাবে মুছুন। সিমকার্ডের ট্রে কটনবাট সাবান পানিতে ডুবিয়ে পরিষ্কার করে নিন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow