"দেশবাসী জানে শেষ দৃশ্যটা, আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। "
"দেশবাসী জানে শেষ দৃশ্যটা, আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। "
ট্রেলারে নাসির উদ্দীনের মুখে এমন সংলাপ শুনেই মূলত আগ্রহ তৈরি হয় রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি দেখার। এদিকে বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের অনুপ্রেরণার নির্মিত হয়েছে পরাণ। এমন একটা গুঞ্জন তো ছিলই। কাছেই বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রিয় মানুষটিকে নিয়ে প্রেমের ছবিটি দেখেই ফেললাম ফার্স্ট শো। সিনেমার এই গল্পটিতে আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে এটি আমার- আপনার এবং আমাদেরই সদ্য যৌবনে উপনীত হওয়া আবেগ। যে সময়টা আসলে ভালোবাসার। ন্যায়-অন্যায়ের বোধ যখন থাকে না মাথায়। অনন্যা-রোমান প্রত্যেকেই যেন সেই ভালোবাসা রোগের রোগী। যেই অনন্যা রোমানকে বলছে 'তুই আমার পরাণ' আবার সেই অনন্যাকেই কোন এক সময়ে দেখা যাবে সিফাতকে জড়িয়ে নিজের আনন্দ খুঁজে পেতে। আপাতদৃষ্টিতে প্রশ্ন উঠতেই পারে আপনার মনে অনন্যার চরিত্রকে ঘিরে। তবে সদ্য যৌবনে পা দেয়া এক তরুণীকে ন্যায়-অন্যায়ের বিচারে কি দোষী সাব্যস্ত করা যায়? রায়হান রাফি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একজন প্রতিষ্ঠিত নির্মাতা৷ তার ভালোবাসার গল্প বলাতে অসাধারণ চমকের ছোয়া আমরা পোড়ামণ ২ ছবিতেও পেয়েছি। এবারও সত্য ঘটনা অবলম্বনে পরাণ মুভিটি এনেছেন তিনি ঈদ উৎসবকে ঘিরে। হয়তো বেশ কিছু ক্ষেত্রে বরগুনার আলোচিত মিন্নি-সিফাত-নয়ন বন্ডের ঘটনার সাথেও সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে৷ তবে পুরোপুরি ঘটনাটিকেই তুলে আনা হয়েছে এই বিষয়টি মানতে আমি নারাজ। আর নির্মাতার কাজ শিল্প তো তখনই হয় যখন তিনি গল্প বলার ঢঙে নিজের শৈল্পিক ছোয়া এনে দিতে পারেন। অভিনয় শিল্পী নির্বাচনে বরাবরই রায়হান রাফির চমক খুঁজে পাওয়া যায়। রোমান চরিত্রে আমার মনে হয় শরিফুল রাজ ব্যতীত কেউই এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারত না। তার কস্টিউম - ডায়ালগ ডেলিভারি সবই নজরকাড়া ছিল। অপরদিকে অনন্যা চরিত্রে মীম ছিলেন একেবারেই সাবলীল। নেগেটিভ চরিত্রে নজর কেড়েছে রোজী সিদ্দিকী। তার মুখে 'মেয়েলোকের নেশা জোকের মত৷ রক্ত চুইষা শেষ না করা পর্যন্ত ছাড়বো না' সংলাপটি মনে রাখার মতোই। চ্যালেঞ্জিং ঈদ বাজারে হয়তো খুব বেশি সিনেমা হল দখল করতে পারে নি পরাণ। তবে এ নিয়ে আমি মোটেই হতাশ নই৷ কেননা এমন সংকটের মুখোমুখি আগেও হয়েছেন রায়হান রাফি৷ মধ্যবিত্ত পরিবারের গল্প বলাতে মুন্সিয়ানা রয়েছে তার৷ তাই আশা রাখছি দ্বিতীয় সপ্তাহেই হয়তো ছবিটি এগিয়ে যাবে আলোচনায়। রিভিউঃ পরাণ জনরাঃ রোমান্টিক থ্রিলার৷ ব্যক্তিগত রেটিংঃ ৪/৫What's Your Reaction?