মাত্র ১৫ বছর বয়সে নায়িকা তামান্না ভাটিয়া! কিন্তু এরপর?

মাত্র ১৫ বছর বয়সে নায়িকা তামান্না ভাটিয়া! কিন্তু এরপর?
তামিল এবং তেলেগু অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও নায়িকা তামান্না ভাটিয়াকে আবার কেউ কেউ চিনেন বাহুবলী নায়িকা অবন্তী হিসেবেও। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বর ভারতের সন্তোষ ও রজনীর ঘরে জন্মগ্রহণ করেন মেধাবী এই অভিনেত্রী। আজ আমরা তার অভিনয় জীবন নিয়ে কিছুটা জানবো। তেলেগু এবং তামিল ছবি দিয়ে পরিচিতি পেলেও তামান্না ভাটিয়া হিন্দি, তেলেগু, তামিল এবং ইংরেজী ভাষায় সিদ্ধহস্ত। ডাক নাম তাম্মু। মাত্র ১৩ বছর বয়সে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।তামান্না স্কুল জীবন শেষ করেন ম্যাকেঞ্জী কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রথমবারের মত অভিনয় করেন মূল চরিত্রে, যা তাকে স্কুল ও আশেপাশের এলাকায় বেশ পরিচিতি এনে দেয়। স্কুলের বন্ধুরা তাকে ডাকতো মিল্ক বিউটি। পরবর্তীতে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে বছরখানেক কাজের পর নাম লেখান বড় পর্দায়। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেন তামান্না। তার অভিনীত প্রথম ছবির নাম 'চান্দ সা রোশান চেহারা'। যা ছিল হিন্দি।  একই বছর তেলেগু ভাষায় শ্রী ছবিতে অভিনয় করেন তামান্না। তবে এরও আগে তামান্নাকে প্রথম মডেলিংয়ে দেখা যায় ইন্ডিয়ান আইডল অভিজিৎ-সাওয়াস্তের মিউজিক ভিডিওতে। বিতর্ক আনুস্কা শর্মার সাথে বিয়ের আগে তামান্না ভাটিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি। এমনই গুঞ্জন শোনা যায় ২০১২ সালে। যদিও দীর্ঘ সাত বছর পর তামান্না এ নিয়ে মুখ খুলেছিলেন।  জানিয়েছিলেন, আমরা অ্যাড ফিল্মে কাজ করার সময়ে মাত্র ৪ টি কথা বলেছিলাম। এর আগে বা পরে বিরাটের সাথে আর কথা হয় নি আমার।' এছাড়া পাকিস্তানি ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাকের সাথেও তার প্রেমের গুঞ্জন শোনা যায়।   পুরস্কার ২০১১ সালে হায়দ্রাবাদ টাইমস্‌ চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন তামান্না।  এছাড়াও তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, প্রয়াত অভিনেত্রী শ্রী দেবীর নামে জি অপ্সরা এওয়ার্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow