রিভিউঃ কাছের মানুষ দূরে থুইয়া
'মায়াশালিক'র পর আবার জাহান সুলতানা আর শিহাব শাহীন রাইটার ডিরেক্টর কম্বো, আবার সন্ধির মিউজিক, সাদাত হোসাইনের 'অকবিতা'র লিরিক সবকিছু যেন এক সুতায় গেঁথে গেলো। লং ডিসট্যান্স রিলেশনশিপ দেখাতে অস্ট্রেলিয়ার অংশটা এনে সময়ের গল্পে সম্পর্কের রং দেখিয়েছেন নির্মাতা, ভাল লেগেছে।
বলা হয়ে থাকে, প্রেমের সব গল্পই বলা হয়ে গেছে আর ফিল্মের প্রেম তো দেখতে দেখতে মুখস্থ। নির্মাতাদের জন্য রোমান্টিক গল্পে দর্শককে ধরে রাখা আজকাল আরো কঠিন। সেখানে আড়াই ঘন্টা লম্বা সময়। 'কাছের মানুষ দূরে থুইয়া' গানটায় 'সারেং বৌ' সিনেমায় যে আবেগ আবদুল জব্বার পৌছে দিয়েছিলেন, শিহাব শাহীন ফিল্মেও অনেকটা পেরেছেন। 'মায়াশালিক'র পর আবার জাহান সুলতানা আর শিহাব শাহীন রাইটার ডিরেক্টর কম্বো, আবার সন্ধির মিউজিক, সাদাত হোসাইনের 'অকবিতা'র লিরিক সবকিছু যেন এক
সুতায় গেঁথে গেলো। লং ডিসট্যান্স রিলেশনশিপ দেখাতে অস্ট্রেলিয়ার অংশটা এনে সময়ের গল্পে সম্পর্কের রং দেখিয়েছেন নির্মাতা, ভাল লেগেছে।
সাধারণ ডায়লগে আর দারুন বিজিএমে আড়ালে গেছে প্রীতমের একই লুকে বছরখানিক টাইমল্যাপসে থাকা, অস্ট্রেলিয়ার অংশে গল্প ঝুলে যাওয়া কিংবা ক্লাইম্যাক্সের ঝুঁকিপূর্ণ শেষটা। ডায়লগ ছাড়া কত কিছু ওয়ার্ক করে যায়, সেটা আজকাল অনেকে ভুলতে বসেছেন। প্রীতম বেশ ভাল তবে 'আড়ালে'কে ছাড়াতে পারলো না! 'অসময়' দেখে যতটা রাগ হয়েছিলো, ফারিণ এখানে সেটা পুষিয়েছে। সমাপ্তি মাসুক ভাল অভিনেতা, গুড এনাফ! বাদবাকি বেশিরভাগ অতি অভিনয় নাহলে কাচা অভিনয়!
গল্প রুয়েটের সিএসই'র ব্রাইট ফাইনাল ইয়ার ছাত্র আর এলাকায় নতুন আসা ইভেন্টের ব্যবসা করা এক মেয়ের হঠাৎ সম্পর্ক নিয়ে। ছেলেট এতিম বলে পরিবার আর সম্পর্কের লোভ, অন্যদিকে মেয়েটি পারিবারিক চাপে চায় ছেলেটা দেশের বাইরে থেকে প্রতিষ্ঠিত হয়ে আসুক। ছেলেটা তাই করে আর শুরু হয় লং ডিসট্যান্স রিলেশনশিপ।