হোয়াটঅ্যাপ কল কীভাবে রেকর্ড করবেন?
বর্তমান এই সময়ে প্রিয়জনের কল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এমন কিছু সময় আসে যখন মোবাইলে কল রেকর্ড করাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ফোন কলে কিভাবে কল রেকর্ড করবেন তা হয়তো অধিকাংশই জানেন, কিন্তু হোয়াটসঅ্যাপে কিভাবে সহজেই কল রেকর্ড করা যায় তা আজ আপনাদেরকে জানাব।
কিছু কিছু ডিভাইস (যেমন ওয়ান প্লাস) আছে যা দিয়ে খুব সহজেই কল রেকর্ড করা যায়। তবে যাদের ফোনে এই সুবিধাটি নেই, তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি। এরপর উপরের তিনটি ডটেড আইকন থেকে সেটিংস এ গিয়ে কল রেকর্ড অপশন পেতে পারেন।
তবে যাদের ফোনে এই গুগল ফোন অ্যাপ নেই, তারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। কিউব এসিআর
অ্যাপের মাধ্যমে ফোন কল ও হোয়াটস অ্যাপে কল রেকর্ড দুই সুবিধাই পাওয়া যায়।