করোনা টিকা নিবন্ধন মিলবে ইমোতে
করোনার ভয়াবহতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ সরকারের লক্ষ্য পূরণে কোভিড ১৯ এর বিরুদ্ধে টিকা গ্রহীতার সংখ্যা বাড়াতে এবার এক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইমো।
ইমো অ্যাপে সম্প্রতি নতুন একটি ফিচার চালু হয়েছে। ফিচারটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাংলাদেশীদের জন্য টিকা নিবন্ধনের প্রক্রিয়ার জটিলতা হ্রাস করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই ফিচারটি পাওয়া যাবে অ্যাপের explore ট্যাবের অধীনে 'কোভিড ১৯ ভ্যাক্সিন অ্যাপয়েন্টমেন্ট' নামে। এখানে ক্লিক করলেই ব্যাবহারকারীরা সহজে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার টিউটরিয়ালও পাবেন।
উল্লেখ্য এর আগে গত বছর ইমো প্রবাসী বাংলাদেশীদের জন্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহিত করতে অ্যাপের মাঝেই বাংলায় নির্দিষ্ট হটলাইন চালু করে।