যে অফিসে ৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক
অফিসে বসে কাজে ফাঁকি কিংবা কোন ধরনের আলস্যতা কোন কর্তৃপক্ষই মানতে চায় না। এমনকি কলিগদের সাথে আড্ডাও কঠোর হস্তে দমন করা হয় কর্পোরেট অফিসগুলোতে।
তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে ভারতের বেসরকারি একটা প্রতিষ্ঠানে৷ এই কোম্পানির স্টাফদের কাজের ফাঁকে ৩০ মিনিট ঘুমানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে স্টাফদের বেতন কাটা যাবে না, বরং অফিস কর্তৃপক্ষের নির্দেশনা মানলে লাভ কর্মীদের৷
মূলত ভারতের ব্যাঙ্গালোরে ওয়েটফিট নামের এই কোম্পানি বালিশ এবং ম্যাট্রেস বিক্রি করে। অফিস কর্মীরা যেন এর মাধ্যমে উপকার পান তাই এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি, বিশ্রামের প্রয়োজনীয়তা সবারই আছে। দুপুরের খাবারের পর নিজেদের বালিশে ঘুমের কথা অনেক দিন ধরেই চলছিল৷ এবার বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়েছে। কমপক্ষে ৩০ মিনিট ঘুমাতে হবে৷ এতে শরীর মন ভালো থাকবে। কাজও ভালো হবে৷