লতাপাতা বাদ দিয়ে সিগারেট খাচ্ছে ছাগল!
লতাপাতা বাদ দিয়ে সিগারেট খাচ্ছে ছাগল!
প্রায় ৩শ প্রজাতিরও বেশি ছাগল আছে পৃথিবীতে। এটি গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি প্রাণি। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে প্রাথমিক কালের প্রাণি ধরা হয় ছাগলকে। ক্যালিবার্টেড ক্যালেন্ডার এর ১০,০০০ বছর আগে ইরানে ছাগল পোষ্য প্রাণী হিসেবে পালন করা হয়ে আসছে। ছাগল-পালন প্রাচীন ঐতিহ্য যা এখনো মিশর এর মতো জায়গায় গুরুত্বপূর্ণ। ছাগলের দুধ, ছাগলের মাংস, চামড়া, লোম বিশ্বের বিভিন্ন স্থানে ইউজ হয়ে থাকে। নারী ছাগল ডোজ বা ন্যানইজ এবং প্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগল কে বুকস বা বিলিস। খাসি ছাগল এর অউরুষ গুলোকে ওয়েদার বলা হয়। এবং হেয়ারকেইন এবং ক্যাপ্রিন এই শব্দ দুটি ছাগল এর গুণমানকে বোঝায়। ছাগল সাধারণত খায় ঘাস, লতাপাতা ইত্যাদি। এছাড়াও অনেকে ছাগলকে ভুষি সহ ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে দেয়। তবে এবার ঘটলো এক অদ্ভুত ঘটনা, ছাগল লতাপাতা বাদ দিয়ে সিগারেট খাচ্ছে তাও আবার মানুষের মতোই.. ভিডিওটি দেখুন এখানেWhat's Your Reaction?