এক কাপ চায়ের দাম সাড়ে আট লাখ টাকা!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ভুল পড়েন নি! সত্যিই এক কাপ চায়ের মূল্য সাড়ে আট লাখ টাকা। এবং এটিই বিশ্বের সবথেকে দামি চা। বিশ্বখ্যাত এই চায়ের নাম দা হোং পাও। এই চা কে বলা হয় সোনার চেয়েও দামি চা। কেননা এক গ্রাম এই চায়ের দাম সোনার দামের চাইতে ত্রিশ গুন বেশি।
এই চায়ের এতো বেশি মূল্য হওয়ার পিছনে কারণ হচ্ছে চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে এই চা উৎপন্ন হয়। এবং একমাত্র এখানেই ছয়টি চায়ের গাছ রয়েছে, যা থেকেই  সারা বিশ্বে রপ্তানি হয়। বিরল দা হোং পাও চা কে চায়ের রাজা বলে। এক কেজি এই চায়ের মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকা। সুগন্ধ ও ত্বকের যত্নে এই চায়ের বিশ্বজুড়েই বেশ কদর রয়েছে।