অন্তরঙ্গ দৃশ্যের গুরুত্ব নিয়ে যা বললেন এই অভিনেত্রী!

অন্তরঙ্গ দৃশ্যের গুরুত্ব নিয়ে যা বললেন এই অভিনেত্রী!

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’-এর চতুর্থ কিস্তিতে প্রিন্সেস ডায়নার চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এমা করিন। চরিত্রটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব জেতেন। এমা এখন আলোচিত তাঁর নতুন সিনেমা ‘মাই পুলিশম্যান’-এর জন্য। ছবিটিতে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নানা আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘মাই পুলিশম্যান’ ছবিটির। আগামী ৪ নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পাবে মাইকেল গ্রানডেজ পরিচালিত ছবিটি। ২০১২ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামাটি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। আলোচনার অন্যতম কারণ ছবিটির পাত্রপাত্রী এমা করিন ও হ্যারি স্টাইলের মধ্যকার অন্তরঙ্গ দৃশ্য। ‘মাই পুলিশম্যান’-এ স্বামী-স্ত্রী টম ও ম্যারিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা।গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘মাই পুলিশম্যান’ ছবিটির। আগামী ৪ নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পাবে মাইকেল গ্রানডেজ পরিচালিত ছবিটি। ২০১২ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামাটি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। আলোচনার অন্যতম কারণ ছবিটির পাত্রপাত্রী এমা করিন ও হ্যারি স্টাইলের মধ্যকার অন্তরঙ্গ দৃশ্য। ‘মাই পুলিশম্যান’-এ স্বামী-স্ত্রী টম ও ম্যারিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা।সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটিতে অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন এমা। তিনি বলেন, ‘ম্যারিয়ান ও টম যখন প্রথমবার ঘনিষ্ঠ হয়, সেটা প্রায় হৃদয় ভেঙে দেওয়ার মতো।’ বিষয়টি ব্যাখ্যা করে এমা আরও বলেন, ‘শারীরিকভাবে কাছাকাছি থাকলেও তাদের মধ্যে দূরত্ব ছিল। দৃশ্যটিতে তাদের প্রথমবার মনে হয়, নিজেদের সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় (শারীরিক সম্পর্ক) অনুপস্থিত ছিল। দৃশ্যটি এতই শক্তিশালী যে আপনি তার জন্য অনুভব করবেন।’‘মাই পুলিশম্যান’ তৈরি হয়েছে ১৯৫৭ সালের ব্রিটেনের প্রেক্ষাপটে, যখন দেশটিতে সমকামিতা ছিল বড় ট্যাবু। ছবির গল্প এক বিবাহিত তরুণ টমকে নিয়ে, যে তার এক বন্ধুর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে।চলচ্চিত্র উৎসব ও প্রেক্ষাগৃহে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘মাই পুলিশম্যান’। দর্শকেরা অভিনয়শিল্পীদের প্রশংসা করলেও ছবির চিত্রনাট্যের সমালোচনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow