ফোন চার্জ দেয়ার সময় যেসব কাজ কখনোই করবেন না!
ফোন চার্জে বসিয়ে ব্যবহার করার নেশা কম-বেশি অনেকেরই রয়েছে। কিন্তু এমন ব্যবহার থেকে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এছাড়া ফোন চার্জে বসিয়ে ফোন ব্যবহার করার মাধ্যমে আপনার ফোনের ব্যাটারিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। স্মার্টফোন চার্জে দেয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখা উচিত,
এক, ফোনে সবসময় একই চার্জার ব্যবহার করা উচিত। বিকল্প চার্জার ব্যবহারের একান্ত প্রয়োজন পড়লে আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার মূল চার্জারের সাথে মিলিয়ে নিন।
দুই, ফোনে চার্জ দেয়ার সময় অবশ্যই ফোনের প্রতিরক্ষামূলক খাপ খুলে রাখুন। তা না হলে ফোন গরমে উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। দ্রুত চার্জের জন্য সাধারণ নিম্ন মানের চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন। ফোন বেশি গরম হলে ফোন চার্জার খুলে কিছুক্ষণ সুইচ অফ মুডে রাখতে পারেন।
তিন, সারারাত চার্জে দিয়ে ঘুমানোও ক্ষতিকর। এতে ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয় হয়ে যায়। ব্যাটারির চার্জ ২০ শতাংশ না নামা পর্যন্ত পুনরায় ফোন চার্জ না দেয়া ভালো । কেননা বারবার চার্জ দিলেও ব্যাটারি দ্রত নষ্ট হয়।