হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার 'কল লিংল'

হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার 'কল লিংল'

হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার 'কল লিংল'

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি বর্তমানে তরুণ প্রজন্ম রর ছেলেমেয়েরা বেশি ইউজ করছে। বর্তমানে চ্যাটিং প্লাটফর্ম গুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের অবস্থান শীর্ষে রয়েছে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা, চ্যাটিং করা, ছবি শেয়ার করা যায়। সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার যার নাম কল লিংক।

‘কল লিংক’ নাম এর এই ফিচারটির আওতায় ব্যবহারকারীরা অন্যদের ভয়েস ও ভিডিও কলে যুক্ত করতে ইনভাইটেশন জানাতে পারবেন। এছাড়াও ওই লিংক শেয়ার করে অন্য ইউজারদের হোয়াটসঅ্যাপ অডিও বা ভিডিও কলে যুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপ এর এই নতুন ফিচারটি অনেকটাই জুম ও গুগল মিট এর মতোই। হোয়াটসঅ্যাপ ইউজাররা কলস ট্যাব থেকে কল লিংকস তৈরি করতে পারবেন। এবং কল লিংকস অপশনটি একদম হোয়াটসঅ্যাপ এর ওপরের দিকে থাকবে। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাও থাকে তাহলেও আপনি তাদের কাছেও এই লিংক শেয়ার করা পারবেন। এ সপ্তাহেই অ্যান্ড্রয়েডের মধ্যে যুক্ত হয়েছে ফিচারটি।হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট এক টুইট এর মাধ্যমে কল লিংক ফিচার চালুর এনাউন্সমেন্টটি দেন।

হোয়াটসঅ্যাপ এর ফিচারটি যেভাবে চালু করবেন: হোয়াটসঅ্যাপ এর এই ফিচারটি চালু করতে প্রথমে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপ একাউন্ট ওপেন করে নিন। এবার হোয়াটসঅ্যাপ এর কল ট্যাবে যেয়ে উপরের দিকে থাকা ‘ক্রিয়েট কল লিংক’ অপশন ট্যাপ করুন। এখান থেকে ভিডিও, নাকি ভয়েস করবেন, সেটি সিলেক্ট করুন। এবার তৈরি হওয়া লিংকটি সরাসরি শেয়ার কিংবা কপি করে শেয়ার করতে পারবেন।

লিংকটি যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট, গ্রুপ কিংবা অন্য অ্যাপে পাঠানো যাবে। প্রতিবারই এখানে ভিন্ন ভিন্ন কল লিংক তৈরি করা যাবে। একটি কল লিংক ৯০ দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। চাইলে কল লিংকে যুক্ত করতে ইচ্ছুক নয় এমন ইউজারদের ব্লক করা যাবে। এতে করে অজানা ব্যাক্তি লিংক ডুকতে পারবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow