ভিপিএন(VPN) ব্যবহারের কয়েকটি ঝুঁকি!

ভিপিএন(VPN) ব্যবহারের কয়েকটি ঝুঁকি!

ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সাধারণত অনলাইনে প্রাইভেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকেই এই সফটওয়্যার ব্যবহার করেন। আবার ব্লক করা বিভিন্ন সাইটে প্রবেশের জন্যও ভিপিএন ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা কম নয়।
কিন্তু জানেন কি— ভিপিএন ব্যবহারেও রয়েছে ঝুঁকি। উপকারের পরিবর্তে অনেক বড় সমস্যায় পড়তে পারেন আপনি।

>>চলুন জেনে নিই ভিপিএন ব্যবহারের কয়েকটি ঝুঁকি:

* প্রথমত ভিপিএন ব্যবহারের অনুমতি সবার নেই। অনুমতি ছাড়া এটির ব্যবহার বেআইনি।

* অনলাইনে সুরক্ষার পরিবর্তে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করে দিতে পারে ভিপিএন সফটওয়্যার।

* বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএন ব্যবহারকারীদের ডিএনএস তথ্য ফাঁস হয়ে যায়। আর এতেই ঘটতে পারে সর্বনাশ। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে।

* অনেক ভিপিএন ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে।

* অ্যান্ড্রয়েড প্লেস্টোরে আছে এমন অনেক ভিপিএন সফটওয়্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ রয়েছে।

* বিনামূল্যে ভিপিএন ব্যবহারে লাভের চেয়ে আপনার ক্ষতিই বেশি হতে পারে।

* ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি তুলনামূলক কমে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow