মুরগি আগে না ডিম? মিলল রহস্যের উত্তর
ডিম আগে না মুরগী আগে? এই বিতর্কিত প্রশ্নটির উত্তর কি হতে পারে এই নিয়ে যুগ যুগ ধরেই চলে আসছে নানা রকম গবেষণা। এই প্রশ্নের উত্তরে কেউ বলেন মুরগী আগে আবার কেউ বলেন ডিম আগে! আসলে কোনটা আগে?
সম্প্রতি এই বিতর্কিত প্রশ্নের সমাধান বের করেছেন একদল গবেষক। তাদের দাবি ডিম নয়, মুরগীই আগে। নিজেদের এই উত্তরের পিছনে দিয়েছেন কট্টর যুক্তিও।
গবেষণা চালিয়েছেন ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, ডিমের ভিতরে যে সাদা অংশটি রয়েছে তাতে ওভোক্লিডিন নামে প্রোটিন থাকে। ডিম তৈরি হতে এই প্রোটিন গুরুত্বপূর্ণ অংশ। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগীর গর্ভাশয়ে পাওয়া যায়। এ থেকেই প্রমাণিত হয় মুরগী আগে এসেছে। তবে সেই মুরগী প্রথম কিভাবে এলো সেই উত্তর দিতে পারেন নি গবেষকরা।