সদরঘাটের টাইগার ২ রিভিউ

লোভে পাপ, পাপে মৃত্যু'  উপরোক্ত এই নীতিবাক্যের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু তারপরও সমাজে অপরাধের বিচরণ এতোটুকু কি কমেছে?

সদরঘাটের টাইগার ২ রিভিউ

'লোভে পাপ, পাপে মৃত্যু' 

উপরোক্ত এই নীতিবাক্যের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু তারপরও সমাজে অপরাধের বিচরণ এতোটুকু কি কমেছে? বরং বেড়েছে কয়েকগুণ। মুখে নানান নীতিবাক্য আওড়ালেও সুযোগ পেলেই আমরা একে অপরকে ঘায়েল করে বড়লোক হতে চাই। 'সদরঘাটের টাইগার ২'র গল্পে মূলত দেখা গিয়েছে এই লোভেরই ভয়ংকর এক পরিণাম৷ 

সীমান্তবর্তী এলাকা দূর্গাপূরে এক দল লোভী লোকের বসবাস, যারা প্রত্যেকেই মানবপাচারের মত অপরাধে জড়িত। ভাগ্যের পরিক্রমায় এই মানবপাচারের দলের সাথেই জড়িয়ে পড়ে লাইলী-টাইগার৷ জীবিকার তাগিদে কাজটি করতে হলেও তারা চায় লোকের উপকার হোক কিংবা টাকার বিনিময়ে বিদেশে যেতে চাওয়া মানুষকে তার প্রাপ্য সুযোগটা করে দিতে৷ তাই টাইগারের বিপদ হলে নিজের জীবন বাজি রেখেই বিদেশ গমনেচ্ছু লোকের সাহায্যে নেমে পড়ে লাইলী। এখানে নির্মাতা সুমন আনোয়ার দেখিয়েছেন গ্রাম্য এক নোংরা অপ রাজনীতির প্রতিচ্ছবিও।  প্লট ও চারিত্রিক বৈশিষ্ট্যের বিচারে যা একদম যথোপযুক্ত।  ছয় পর্বের সিরিজটিতে ধীরে ধীরে  এরপরই ফুটে উঠতে থাকে লোভের ভয়ংকর পরিণাম, যার পরিণাম ভোগ করে শুধু লোভীরাই। যদিও শেষাংশটা আমি পরিষ্কার হতে পারিনি। শোনা যাচ্ছে সদরঘাটের টাইগার তৃতীয় পর্ব আনার পরিকল্পনা করছেন নির্মাতা। কিন্তু তারপরও আমার মনে হয় শেষটা আরেকটু মীমাংসিত হয়তো করাই যেত। অভিনয়ে প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছেন তবে লায়ন আজগর চরিত্রটি কখনো কখনো টাইগারকেও ছাড়িয়ে গিয়েছেন অনবদ্য অভিনয়ে। 

বি:দ্র: সদরঘাটের টাইগার ১ না দেখে থাকলেও  দ্বিতীয় পর্ব দেখতে তেমন সমস্যা হওয়ার কথা না। আমি নিজেও প্রথম পর্ব দেখি নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow