প্রকাশ্যেই ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনে অমিতাভ-জয়া, প্রেমিকের কান্ডে হতবাক রেখা!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বলিউডের অমর প্রেম জুটি হিসেবে প্রথমেই যার নাম আসে তারা হচ্ছেন অমিতাভ এবং রেখা। বিশেষ করে যারা সত্তরের সময়ের দর্শক তারা আজও অমিতাভ-রেখা জুটির নাম বেশ ভালোভাবেই মনে রাখবে। তবে কখনোই এই রোমান্টিক জুটির বিষয়ে মুখ খোলেন  নি বিগ বি। বরং জয়াকে বিয়ে করে প্রায় পাঁচ দশক  ধরে সুখী দাম্পত্য জীবন পাড় করছেন বলিউড শাহেনশাহ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু বছর আগের স্ক্রিন এ্যাওয়ার্ড অনুষ্ঠানের বেশ কিছু পিডিএ ভাইরাল হয়েছে। এমনিতে অবশ্য খোলামেলা প্রেম বলতে যা বুঝায় তা একদমই পছন্দ করেন না অমিতাভ বচ্চন। তবে স্ক্রিন এ্যাওয়ার্ড অনুষ্ঠানের সুত্রে দেখা গেছে প্রকাশ্যেই জয়াকে চুম্বন করছেন অমিতাভ, তাও আবার রেখার সামনেই। অতরঙ্গ অবস্থায় প্রেমিক অমিতাভকে দেখে হতবাক হয়েছিলেন রেখা। কেননা এর আগে রেখার সাথে কখনোই এত অন্তরঙ্গ মুহূর্ত কখনোই শেয়ার করেন নি বিগ বি।
সাল টা ২১৪ সালের ১৪ ফেব্রুয়ারী। মুম্বাইয়ের স্ক্রিন এ্যাওয়ার্ড  দেখা গিয়েছিল অমিতাভ জয়ার এই গভীর চুম্বন। যা সকলকেই চমকে দিয়েছিল।