বলিউড ও শাহরুখের কামব্যাক বার্তা দিল 'পাঠান'
সিনেমা রিলিজের আগে এমনকি সিনেমা রিলিজের পরেও এই এক সপ্তাহে একেবারো নিজেদের সিনেমা নিয়ে প্রমোশনাল কোনো স্পিচ বা বার্তা দেননি ‘পাঠান’ টিম...
সিনেমা রিলিজের আগে এমনকি সিনেমা রিলিজের পরেও এই এক সপ্তাহে একেবারো নিজেদের সিনেমা নিয়ে প্রমোশনাল কোনো স্পিচ বা বার্তা দেননি ‘পাঠান’ টিম... জিরো পারসেন্ট প্রচারণা ছাড়াই বয়কট বলিউড গ্যাং, বিজেপির একাংশের বিরোধিতা, গেরুয়া রঙ বিতর্ক, হিন্দু-মুসলমান ইস্যু সামলে সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন কমপ্যাকড মাসালা সিনেমা পাঁচ দিনেই সারা বিশ্ব থেকে ৫০০ কোটির উপরে ব্যবসা করে দেখিয়ে দিয়েছে যে, বলিউড ফুরিয়ে যায়নাই।
চার বছরের বিরতির পরে শাহরুখ খানের এমন ঐতিহাসিক কামব্যাক ভারতীয় তো বটেই পুরো বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক স্থাপন করেছে। ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার ফুল প্যাকড অ্যাকশন হিরো হিসেবে ৫৭ বছর বয়সে বলিউড বাদশাহের এমন প্রেজেন্সের সংজ্ঞা ভাষায় লিখে বোঝানো সম্ভব নয়...!! মাস এবং ক্লাস দুই ধরনের দর্শকদের কাছ থেকেই প্রশংসা এবং ভালোবাসা দুই পাচ্ছেন কিং খান। অন্যদিকে ভিলেন চরিত্র দিয়েও লাইমলাইটে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন বলিউড হাংক জন আব্রাহাম। শাহরুখের পাশাপাশি তিনিও এই সিনেমায় নিজের দক্ষতা প্রদর্শন করেছেন পুরোপুরি। অন্যদিকে অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনেত্রীরা শুধুই শোপিস এই ধারনাও রীতিমতো বদলে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তার গ্ল্যামার, লুক, অ্যাকশন দৃশ্যের সাবলীল উপস্থিতি সাথে অসাধারণ অভিনয় প্রমাণ করেছেন তিনিও কম যাননা। সাথে সালমান খানের হাইপ ক্রিয়েট করা ওভার দ্যা টপ লেভেলের এক্সটেন্ডেড ক্যামিও সব মিলিয়ে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনির্ভাসের শুরুটা এমন জৌলুসপূর্ণ হবে তা কয়জনই বা আন্দাজ করেছিলো!! তবে ‘পাঠান’ ঝড় যে শিগগিরই থামছেনা তা প্রমান করতেই যেনো ‘শাহজাদা’ সিনেমার মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। ভারতীয় চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে ‘পাঠান’ যে অবিশ্বাস্য রেকর্ড গুলো নিজের নামের সাথে যুক্ত করছে তা কবে কোন সিনেমা ভাঙবে তা সময়ই বলে দিবে তবে শাহরুখ খানের এই কামব্যাক যেনো বলিউডেরও কামব্যাক.....
What's Your Reaction?