জান্নাহ(Jannah) থিম-নিউজপেপার/ব্লগ/ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম ফ্রি ডাউনলোড(বিস্তারিত):
জান্নাহ(Jannah) থিম-নিউজপেপার/ব্লগ/ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম ফ্রি ডাউনলোড(বিস্তারিত),জান্নাহ থিম ফ্রি ডাউনলোড, জান্নাহ থিম ক্র্যাক নুল্ড ভাইরাস ফ্রি duronta
জান্নাহ থিম-নিউজপেপার/ব্লগ/ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম ফ্রি ডাউনলোড(বিস্তারিত):
প্রিমিয়াম থিমগুলো আজকালকার আধুনিক কনটেন্ট মার্কেটিং এর যুগে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। জান্নাহ থিম - নিউজপেপার থিম,ম্যাগাজিন থিম বা ওয়ার্ড প্রেস প্রিমিয়াম থিম যা হচ্ছে মূলত নিউজপেপার বাডিপ্রেস এমএমপি থিম। এটি ব্লগিং জগতে এক নতুন বিপ্লব হিসেবে বিপুল আলোচিত। এই থিমটিতে দৃষ্টিনন্দন ডিজাইন,অত্যাধুনিক লেআউট সংযুক্ত করা রয়েছে যা যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। ওয়ার্ডপ্রেসের জন্য সর্বাধিক জনপ্রিয় এক্সটেনশন এই থিমটিতে যুক্ত করা হয়েছে।এই থিমটিতে একটি সম্পূর্ন অত্যাধুনিক ডিজাইন সংযুক্ত করা হয়েছে যা আজকালকার আধুনিক ডিভাইসে দেখতে খুবই সুন্দর লাগে। আপনি যেই ওয়েবসাইটে ভিজিট করছেন তাতে যদি এই থিমটি ইউজ করা হয়ে থাকে, তবে ওয়েবসাইটের পেজগুলো মোবাইলে খুব সুন্দরভাবে লোড হবে।২০টি প্রিমিয়াম ব্লগার থিম ডাউনলোড করুন একদম ফ্রিতে!
জান্নাহ থিম(বিস্তারিত):
জান্নাহ থিম টায়াল্যাবস কোম্পানি(Tie Labs) দ্বারা তৈরি একটি ওয়ার্ডপ্রেস থিম। রেটিনা লে-আউট দ্বারা তৈরি এই থিমটি আরটিএল এও রেস্পন্সিভ। এই থিমটি ব্যবহারের ফলে আপনার ব্লগ?নিউজপেপার সাইটটি খুব দ্রুত লোড হবে। এর মধ্যে আপনি চাইলেই প্রিলোড ডেমো গুলো ব্যবহার করতে পারবেন। থিমটির হেডিং এর মধ্যে প্রচুর ডেমো স্টাইল আছে। এযাক্স মেন্যু দেয়া আছে যাতে করে মাল্টি ড্রপ ডাউন কিংবা মেগা মেন্যু তৈরী করা যায়। ব্লক স্টাইল/স্লাইডার লে আউট এবং অন্যান্য থিম অপশন সমূহ আপনার সাইটকে আকর্ষণীয় করার জন্যে যথেষ্ট। জান্নাহ থিমটিতে আপনি চাইলেই AMP plugin ইউজ করতে পারবেন। জাম্মাহ থিমে লোড ফাস্টার হয়ার কারণে মোবাইলে এটি দ্রুত লোড হয়, যা সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে দ্রুত র্যাংক করতে সাহায্য করে। সর্বাধিক জনপ্রিয় বিষয় হলো আপনি চাইলেই এতে ব্যাকএন্ড পেজ বিল্ডার দিয়ে যেকোনো ব্লককে নিজের মতো কাস্টমাইয করে নিতে পারবেন। জান্নাহ থিমে RTL support হয়।জান্নাহ থিমে প্রধান ফিচার সমূহঃ
১। গুটেনবার্গ সাপোর্ট ২। এ এম পি ইন্টিগ্রেশন ৩। ওকমার্স ইন্টেগ্রিশন(যা ইকমার্স ব্যবসায় অপরিহার্য) ৪। বিবিপ্রেস বা বাড্ডিপ্রেস সাপোর্ট(bbpress/buddypress) ৫। মাল্টিপল স্কিন ৬। প্রায় ২০টির অধিক ডেমো ৭। এক ক্লিকে ইন্সটল ৮। ৮০০+ গুগল ফন্ট ৯। ১৫০ এর অধিক ফন্টপ্রেস ফন্ত ১০। আনলিমিটেড ফুটার লে আউট ১১। আনলিমিটেড হেডার লে আউট ১২। লাইফটাইম ফ্রি আপডেট ১৩। জাম্প টু কন্টেন্ট ফিচার ১৪। মাল্টিপন কন্টেন্ট ফিচার ১৫। কাস্টম মনিটাইওজেশন ১৬। মেগা মেন্যুস ১৭। এমাজিং পেইজ বিল্ডার যা ভিজিটরকে দ্রুত আকর্ষণ করবে ১৮। রেস্পন্সিভ ডিজাইন ১৯। শতভাগ RTL Support(আরবি?হিব্রু/ফার্সি/উর্দু) ২০। মাল্টি ল্যাংগুয়েজ প্লাগিন সাপোর্টেড ২১। বিল্ট ইন ট্রান্দলেশন প্যানেল ২২। ইন্সটগ্রাম উইজেড ২৩। ডার্ক স্কিন যা ওয়েবসাইট ভিজিটরদের অবাক করে তুলবে ২৪। সেমা এস ই ও রিচ স্নিপেট মাইক্রোডাটা ২৫। স্টিকি নেভিগেশন মেন্যু ২৬। কাস্টম ক্যাটাগরি লগো/কালার/ব্যাগ্রাউন্ড ২৭। স্টিকি স্লাইডবার/আনলিমিটেড স্লাইডবার ২৮। ব্রেডকাম্ব নেভিগেশন ২৯। এযাক্স লাইভ সার্চ কিভাবে ইন্সটল করবেন জান্নাহ থিমঃআপনি জান্নাহ থিম ২ভাবে ইন্সটল করতে পারেন।
১। ওয়ার্ডপ্রেস ২। এফটিপি সার্ভারজান্নাহ থিম ডাউনলোড লিংক
What's Your Reaction?