ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এর বিস্তারিত-ফেসবুক থেকে আয় করুন ইন্সট্যান্ট আর্টিকেল দিয়ে!

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল, ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল থেকে আয়, facebook instant article, ফেসবুক থেকে আয় করুন

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এর বিস্তারিত-ফেসবুক থেকে আয় করুন ইন্সট্যান্ট আর্টিকেল দিয়ে!

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল থেকে ইনকাম করুন সহজেইঃ

আমরা সবাই প্রতিদিন আমাদের ফ্রি টাইমগুলোকে ইনজয় করার জন্য আমাদের নিজস্ব স্মার্টফোন কিংবা ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে ফেসবুকের ব্যবহার করে থাকি। অনেকে নিজের বিনোদনের সময়গুলোকে আলসেমির মাধ্যমে ইনজয় করার জন্যই ফেসবুকের ব্যবহার করে থাকেন। আবার অনেকেই ফেসবুকের এর প্রতি প্রচন্ড পরিমাণে আসক্ত। আপনি ফেসবুক ব্যবহার করলে আপনার কি কোনোপ্রকার লাভ হয় ? আমি জানি অনেকেই এই প্রশ্ন করার কারণে আমার প্রতি বিরক্ত। তবে কিছুই করার নেই, একটু ভেবে দেখুন তো আপনি যখন ফেসবুক ব্যবহার করেন আপনার তো কোনো দিক দিয়ে লাভবান হচ্ছেন না অথচ ফেসবুক ব্যবহার করার কারণে আপনার মেগাবাইট বা এমবির খরচ হয়ে থাকে যা আপনি টাকা কিনে থাকেন। মূলত আপনি ফেসবুক ইউজ করার মাধ্যমে ফেসবুককে টাকা দিচ্ছেন। এখন আপনি একটু অন্যভাবে চিন্তা করুন যদি ফেসবুক থেকে আপনি টাকা নিতে পারেন তবে কেমন হয় ? অবশ্যই ভালো হয়, কেননা ফেসবুক ব্যবহার করে লাইকার বয় আক্কাস বা কমেন্টার বয় ঝাক্কাস ছাড়া কিছুই হওয়া যায় না। তো চলে আসুন ফেসবুকের এক নতুর জগতে যেখানে আপনার জন্য রয়েছে অফুরন্ত টাকা কামানোর এক বিশাল সুযোগ। অনেকের মনেই কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যে কিভাবে ফেসবুক ব্যবহার করে টাকা কামানো যায়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ফেসবুক থেকে টাকা কামানো যেতে পারে। তো দেরী না করে চলুন শুরু করা যাক।

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল মূলত কীঃ(What is instant article)

ফেসবুক থেকে আপনারা যেসব মাধ্যমগুলো দিয়ে ইনকাম করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি ইনকামিং সোর্স হচ্ছে ইন্সট্যান্ট আর্টিকেল। এখন ক্লিয়ার করছি যে এই ইন্সট্যান্ট আর্টিকেল মূলত কী ? ইন্সট্যান্ট আর্টিকেল হচ্ছে ফেসবুকের একটি নতুন সিস্টেম যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে করা পোস্ট আপনার পেইজে শেয়ার দিলো অন্যান্য ফেসবুক ইউজার কিছু সেকেন্ডের মধ্যেই তা পড়তে পারবে এবং আপনার শেয়ারকৃত পোস্ট পড়ার জন্য তাদেরকে আগের মতো করে মেগাবাইট খরচ করে কিংবা সময় লাগিয়ে ব্রাউজারেও ঢুকতে হবে না তারা আপনার পেজ থেকেই আপনার সাইটের পোস্ট পড়ে ফেলতে পারবে।ফেসবুক আপনার পোস্টে তাদের এড শো করাবে এতে আপনিও টাকা পাবেন ফেসবুকও টাকা পাবে। এখন আপনাদের ইন্সট্যান্ট আর্টিকেল থেকে টাকা ইনকাম করার জন্য ওয়েবসাইট থেকে পোস্ট আপনার পেইজে শেয়ার করতে হবে। যত বেশী মানুষ পড়বে তত বেশী ইনকাম। ফেসবুক থেকে টাকা কামানোর এই প্রসেসটি খুব সোজা। এই পোস্ট মনোযোগ দিয়ে পড়লেন আশা করছি যে পুরো ব্যাপারটা আপনাদের বুঝাতে পারবো।

ইন্সট্যান্ট আর্টিকেল এর ব্যবহার করার কারণে আপনি যেসব সুবিধাগুলো পাবেনঃ(BENEFITS of using Instant article of Facebook)

১.আর্টিকেল এর লোডিং স্পিড খুব ফাস্ট হবে। ২.আর্টিকেলে ক্যাশ থাকার কারণে পরের আর্টিকেল থেকে আগের আর্টিকেলের লোড নতুন করে হবে না, ক্যাশ থেকে লোড হবে। ৩.ফেসবুক পেইজে আর্টিকেল এর স্ট্যাকটিসগুলো পাওয়া যাবে। ৪.রেভিনিউ জেনারেট করার জন্য মনিটাইজেশন এড করা যাবে। ইন্সট্যান্ট আর্টিকেল এর অসুবিধাসূমুহগুলো নিম্নরুপঃ ১.ওয়ার্ডপ্রেসের শর্টকোডগুলো ও সাইটের উইজেট এই জায়গায় অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কাজ করবে না। ২.মূল সাইটের ভিজিটরদের সংখ্যা কমে যাবে। তবে এতে সাইটের র‌্যাঙ্ক কমে যাবে না।

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এ এপ্লাই করতে হলেঃ

১.একটি ফেসবুক পেইজের প্রয়োজন হবে সাইটের পোস্টগুলিকে শেয়ার করবার জন্য। ২.আপনার ওয়েবসাইটে অন্তত ৩ টি আর্টিকেল থাকা বাধ্যতামূলক। ৩. ”ইন্সট্যান্ট আর্টিকেলস ফর ডাব্লিউপি” প্লাগিনটির প্রয়োজন হবে। আপনাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন করার জন্য আপনাদের নিচের লিংকটিতে ভিজিট করতে হবে- -------------- Facebook Instant Article

ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল চালু করার উপায়ঃ(How to apply for instant article) 

আপনি যদি আপনার ওয়েবসাইটে ইন্সট্যান্ট আর্টিকেল চালু করতে চান তবে আপনাকে সহজ ৬ টি ধাপ ফলো করতে হবে।তো চলুন মিশন ইন্সট্যান্ট আর্টিকেল শুরু করা যাক ঃ ১.প্রথমে আপনাকে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল  ভিজিট করে সাইন আপ করে নিতে হবে। কিভাবে সাইন করতে হবে তা দেখানোর মতো কিছু নয়। ফেসবুক আপনাকে প্রত্যেক স্টেপেই সাহায্য করবে যেমন ফেসবুকে একাউন্ট খোলার সময় করে থাকে। ২. সাইন করার পর আপনাকে আপনার পেইজ সিলেক্ট করতে হবে। আপনি সেই পেজটিকেই সিলেক্ট করবেন যে পেইজটিতে আপনি ইন্সট্যান্ট আর্টিকেলের সিস্টেমটি চালু করতে চান। ফেসবুকের সব টার্ম এন্ড কন্ডিশনে আপনাকে এগরি দিতে হবে ইন্সট্যান্ট আর্টিকেল সিস্টেমটিকে চালু করবার জন্য। ৩.সিলেক্ট করার পেইজটিতে চলে যান। সেখানে পাবলিশিং টুলস এ ক্লিক করুন। ক্লিক করাবার পর বামপাশে ইন্সট্যান্ট আর্টিকেল নামে একটি অপশন আসবে। সেখান থেকে কনফিগারেশনে ক্লিক করুন। ৪.অথোরাইজ ইউর সাইট অপশনটিতে ক্লিক করুন। ৫. অথোরাইজ ইউর সাইট অপশনটিতে ক্লিক করলে আপনাকে একটি নতুন বক্সের কাছে নিয়ে যাবে সেখানে আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক দিতে হবে। একটি কথা মাথায় রাখবেন যদি আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তবে আপনাকে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল নামে নতুন একটি অ্যাড অনস চালু করতে হবে। তবেই ইন্সট্যান্ট আর্টিকেল এর জন্য লিংক সাবমিট হবে নয়ত হবে না। যদি এইচটিএমএল এর ওয়েবসাইট হয়ে থাকে তাহলে সোজা ওয়েবসাইটের লিংক বসিয়ে ক্লেইম করে নিবেন। যদি না পারেন তবে আপনার যে ওয়েবসাইট ডেভলপার রয়েছে তার সাথে যোগাযোগ করুন। ৬.আপনার ওয়েবাসাইট লিংকটি সঠিকভাবে ক্লেইম করে নিন। ফেসবুক অটোমেটিক আপনার ওয়েবসাইটের সবগুলো পোস্টে ইন্সট্যান্ট আর্টিকেল টুলস এড করে দিবে। ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটের ৫টি আর্টিকেল অটো সিলেক্ট করে নিয়ে যাবে রিভিউ এর জন্য। রিভিউ সাবমিটের রিপ্লাই পাওয়ার জন্য আপনাকে ১ থেকে ২ দিন অপেক্ষা করতে হবে। আপনার পোস্টের সব কিছু ঠিক ঠাক থাকলে আপনার পেইজে ইন্সট্যান্ট আর্টিকেল পাবলিশ করার অনুমুতি দিয়ে দিবে ফেসবুক। রিভিউ এর রিপ্লাই পেতে কোনো সময় ২-৩ দিন বা খুব বেশী হলে ৫-৭ দিন লেগে যেতে পারে। আপনার আর্টিকেলগুলোর ইউনিকনেস এর দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। কেননা আপনার আর্টিকেলগুলো যদি ইউনিক হয় তবেই ফেসবুক আপনাকে ইন্সট্যান্ট আর্টিকেল অ্যাকাউন্ট সক্রিয় করে দেবে। আপনার ইনকাম এর পরিমাণ জানার জন্য আপনাকে ফেসবুক এর ডেভলপার অ্যাপটিতে গিয়ে তা চেক করতে হবে। যদি আপনার রিভিউ এপ্রুভ না হয়ে থাকে তবে অধৈর্য হয়ে আবার অ্যাপ্লাই করতে যাবেন না। নিজের ওয়েবসাইট ভালো আর্টিকেল পোস্ট করুন। ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল সম্পর্কে ব্লগগুলো পড়ে সব কিছু ঠিক করে আবার চেষ্টা করুন। যদি সবকিছু ঠিক থেকে তবে অবশ্যই এপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ।
যে তথ্য সবসময় মাথায় রাখা জরুরি
ইন্সট্যান্ট আর্টিকেল সক্রিয় হয়ে গেলে আপনি ইউনিক আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন। কেননা কিছুদিন আগেও ফেসবুক কপি পেস্ট করা পোস্টগুলো নিয়ে নিতো তবে এখন নতুন আপডেট এর পর কপি পেস্ট করলে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল বাদ করে দিচ্ছে। এই সিস্টেমটি দিয়ে যদি আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান তবে আপনার প্রথম টার্গেট করতে বিশ্বের বড় বড় দেশের প্রবাসী বাংলাদেশীদের। কেননা ঐসব দেশ থেকে ভিজিটর আসলে তূলনামূলক আয় অনেক বেশী হবে। ফেসবুক থেকে যদি সাইটে ভিজিটর আসে তাহলে সাইটের ভিজিটর কমে গেলেও সাইটের হিট কিংবা অ্যালেক্সা র‌্যাকিং এ এর কোনোধরণের প্রভাব লক্ষণীয় হবে না। আপনাকে গুগলের অ্যানিলিটিক কোড ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেলগুলোতে বসাতে হবে। এর ফলে যা হবে অ্যানালিটিকে আপনার সাইটের ভিজিটরদের পরিসংখ্যান দেখতে আপনাকে সাহায্য করবে।
এই সিস্টেমটির দ্বারা কত টাকা ইনকাম করতে পারবো ?
অনেকেই এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে তবে সাইটে যদি ভিজিটর কমে যায় তবে ফেসবুকের সিটিআর রেটের জন্য আপনি ঝামেলায় পড়তে পারেন। অনেকেই এই সিটিআর রেটের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। তবে আপনার সাইটের পোস্ট যত বেশী পপুলার হবে আপনার ইনকামের রেট তত বেশী হবে। আপনাকে সাইটের ভাষা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার সাইটের পোস্ট দেশ-বিদেশের যারাই পড়–ক না কেন আপনি টাকা পেয়ে যাবেন। তবে আপনাকে ট্রাই করতে হবে বড় দেশগুলো, যেমনঃ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশগুলো থেকে ভিজিটর আনার। এতে আপনার ইনকামিং রেট বেড়ে যাবে। বাংলাদেশী অনেক সাইট এই সিস্টেমটির সঠিক ব্যবহার করার মাধ্যমে মাসে মাসে লক্ষ লক্ষ ডলার আয় করে থাকে।
বিজ্ঞাপন কিভাবে আনবো ?
যেই পোস্টটি আপনি আপনার ফেসবুক পেইজে শেয়ার করেছেন ফেসবুক তাতে তাদের এড শো করবে সেই এডের জন্যই আপনি মূলত ফেসবুক থেকে টাকা পাচ্ছেন। যাদের ওয়েবসাইটে এডসেন্স নেই বা আসছে না তাদের জন্য এর ভালো খবর আর কী বা হতে পারে। তবে আপনার সাইটে যদি গুগল এডসেন্স থেকেও থাকে এতে আপনার ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেলগুলোর মধ্যে কোনো ধরণের প্রভাব পরবে না। টাকা তুলবো কিভাবে ? টাকা আপনার ব্যাংক একাউন্টে সরাসরি চলে আসবে। আপনার যদি ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এর কোনো ধরণের এজেন্সি দেখে তারা নিজ দায়িত্বে আপনাকে ক্যাশ বা চেক পেমেন্ট করে দেবে। ১০০ ডলার না হলে ফেসবুক কোনো ধরণের পেমেন্ট আপনাকে পাঠাবে না। ১০০০০ এর বেশী ডলার যদি আপনি ইনকাম করে ফেলেন তবে আপনাকে ব্যাংকে যেতে হবে সেখানে আপনাকে একটি সি ফর্ম পূরণ করতে হবে। ফেসবুক থেকে যে ইনভয়েস কে যুক্ত করে দিতে হবে। এরপর কোনো ধরণের বাধা ছাড়াই আপনার টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি আপনার ইনকাম দেখতে চান তবে ফেসবুকের যে বিজনেস পেইজ রয়েছে তার ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার ইনকাম এর অ্যামাউন্ট দেখে নিতে পারবেন।
একাউন্ট নাম্বার এড করবো কিভাবে ?
আপনি যদি আপনার একাউন্ট নাম্বার এড করতে চান তবে আপনাকে যেতে হবে আপনার পেইজের ইন্সট্যান্ট আর্টিকেলের অপশনে। সেখান যাওয়ার পর আপনাকে অডিয়েন্স নেটওয়ার্ক এ যেতে হবে। সেখানে পেআউট নামের একটি অপশন দেখতে পাবেন, সেখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করুন। সেখানে নিউ কোম্পানি লেখা একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনাকে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। এই তথ্যগুলো গোপন থাকবে যা শুধু আপনি আর ফেসবুক জানবেন। তথ্য দিয়ে ফিল আপ করার পর কান্টিনিউ তে ক্লিক করুন। কান্টিনিউতে ক্লিক করার পর আপনি সেখানে পেমেন্ট ইনফরমেশন লেখা একটি অপশন পেয়ে যাবেন, সেখানে আপনার একাউন্ট নাম্বার বসিয়ে দিলেই কাজ শেষ। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এর সুবিধা ভোগ করবেন এবং ফেসবুক থেকে টাকা কামাতে পারবেন। আসলে এমন অনেকেই আছেন যাদের শেখার আগ্রহ রয়েছে তবে সঠিক গাইডলাইন পান না। তাদের উদ্দেশ্যে বলছি দুরন্ত আপনাদের পাশে আছে। করোনার এই মহাপ্রকোপের সময় ঘরে থাকুন সুস্থ থাকুন এবং অনলাইনের কাজগুলোকে শিখে নিন। এই রকম সময় কখনো পাবেন না তাই শিখে ফেলুন যা শিখতে চান। আর হ্যা অনেকেই আমাদের মেইল করে থাকেন এবং বলেন যে ফ্রিল্যানসিং শিখতে চাই। তাদের বলতে চাচ্ছি সফলতার সিড়ি পেতে হলে আস্তে আস্তে করুন এক ধাপ এক ধাপ করেই আপনি সফল হতে পারবেন। কিছু অনলাইনভিত্তিক আর্টিকেল পোস্ট করছি সেগুলো প্রথমে আত্নস্থ করুন। ধন্যবাদ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow