নাসির বিয়ে করেছে ভালো কথা, আমিও বিয়ে করবো, এত খোঁচান কেন?
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন তিনি। প্রিয় ক্রিকেটারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভেচ্ছা বিনিময় করেছেন।
তবে কেউ কেউ আবার নাসিরের সাবেক প্রেমিকা হুমাইরা সুবাহকে নিয়ে নানা রকম মুখরোচক মন্তব্যও করেছেন। যাতে স্বভাবতই ক্ষেপেছেন সুবাহ। নিজের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি।
ফেইসবুক লাইভে এসে সুবাহ বলেন, নাসিরের সঙ্গে আমার ২০২১৮ সালেই সবকিছু শেষ হয়ে গেছে। আর এখন ২০২১। ৭ দিনে মানুষ মরে ভুত হয়ে যায় আর আপনারা এখনও পড়ে আছেন তিন বছর আগের ঘটনায়। এর মধ্যে আমি মিডিয়ায় পা দিয়েছে। গান গেয়েছি, সিনেমা করেছি। এসব তো কেউ দেখেন না। শুধু নাসির নাসির করেন কেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। করতেই পারে। দুইদিন পর আমিও করবো। আপনারা (ভক্ত সমর্থক) নিজের চরকায় তেল দেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। নাসিরের সঙ্গে আমার সম্পর্কের কথা অস্বীকার করা হচ্ছে না। ২০১৮ সালে লাইভের মাধ্যমে সেই কাহিনী শেষ করেছি। আমিও বিয়ে করবো। সবাইকে দাওয়াত করতে পারব না। কিন্তু ছবি পোস্ট করব। তখন কি আপনারা আমার বিয়ের ছবি নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এতো খোঁচান কেন?