গুগল এডসেন্স এর বিকল্প এড নেটওয়ার্ক

এডসেন্সের বিকল্প, এডনেটওয়ার্কেডস বিকল্প,প্রোপেলার এডস %%primary_category%% %%title%% %%sitename%%

গুগল এডসেন্স এর বিকল্প এড নেটওয়ার্ক
গুগল এডসেন্স এ অ্যাকাউন্ট পাচ্ছেনা? এই সেরা ৫ বিকল্প গুলোর জন্য এপ্লাই করুনঃ Google Adsense বর্তমানে প্রায় অনেকের কাছেই এটি একটি স্বপ্ন।অনেক সময় এমনটা হয়ে থাকে যে, আপনার পাশেরজন আপনার থেকে কম ভিজিটর পেয়েও এডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না। আবার কখনো এমন হচ্ছে যে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলায় হওয়ার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। দেশীয় এড নেটওয়ার্ক গুলো নিয়েও আপনি তেমন একটা সন্তুষ্ট হতে পারছেন না। এই অবস্থায় বিকল্প কিছু আপনাকে জেনে রাখা লাগবেই।সত্যি কথা এই যে, এই বিকল্প এড নেটওয়ার্ক থেকেও অনেকে এডসেন্স থেকে বেশি রিভিনিউ পাচ্ছে। তাই আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। কে জানে আপনার নিয়তি এখানে সহায় হতেও পারে। আপনার ব্লগের কোয়ালিটি ভালো না হলে আপনি যেকোনো নেটওয়ার্কের-ই পাবলিশার হন না কেন ভালো ইনকাম করতে পারবেন না। তাই কি পরিমাণ আয় করবেন সব কিছুই আপনার ব্লগ ও তার কন্টেন্ট-এর উপরে নির্ভর করবে। যাইহোক চলুন জেনে নেই গুগল এডসেন্স এর বিকল্পসমূহের নামঃ ১। মিডিয়া ডট নেট (Media.Net): এটি এডসেন্স এর সবচেয়ে সেরা বিকল্প। কিন্তু এটি এডসেন্স থেকে কোন অংশেই কম নয়। বরং এটার পাবলিশার অ্যাকাউন্ট পাওয়া আরও অনেক গুন কঠিন। কিন্তু যদি একবার পেয়ে যান তাহলে প্রতি ক্লিকে ১ ডলার সিউর।মিডিয়া.নেট এ অ্যাকাউন্ট পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটি ইংরেজিতে হতে হবে।দ্বিতীয়ত,ইউকে এবং ইউএস থেকে বেশ ভালো পরিমাণ ভিজিটর থাকতে হবে। এর ব্যানার এডগুলো দেখতে স্পষ্ট এবং পরিষ্কার। কারণ হলো এটি শুধুমাত্রই ইয়াহু ও বিং নেটওয়ার্কের এড শো করবে। তাই কোয়ালিটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কমপক্ষে ১০০ ডলার হলেই আপনি উইথড্র করে নিতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ মূলধনরূপ ট্রান্সফার করতে পারবেন। অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্ক থেকেঃ Media.Net

২। রেভিনিউ হিটস (RevenueHits):

গুগল এডসেন্সের অন্যতম সেরা বিকল্প বলা হয় রেভিনিউ হিটস-কে। এর পাবলিশার অ্যাকাউন্ট পেতে আপনাকে তেমন কোনো ঝামেলা সহ্য করতে হবে না। খুব সহজেই আপনি হতে পারবেন রেভিনিউ হিটসের একজন রেসপেক্টটেড পাবলিশার। সবচেয়ে বড় সুফল হলো, আপনি চাইলে আপনার নিজস্ব বাংলা ব্লগ বা ওয়েবসাইটের জন্যেও এটি ব্যবহার করতে পারবেন। এটি নানানরকম বিজ্ঞাপন শো করে। এর পপআপ (Popup)এবং পপআন্ডার (Popunder) এডগুলো যথেষ্ট পরিমাণে লাভজনক। কিন্তু পপঅাপ বা পপঅান্ডার এড অনেক সময় আপনার ভিজিটরদের জন্য বিরক্তির কারণ হতে পারে। অবশ্যই এখান থেকে আপনি বেশ ভালো ইনকাম করতে পারবেন। আর যেকোন ওয়েবসাইটের জন্যই এটি অবশ্যই একটি ভালো এড নেটওয়ার্ক। মিনিমাম পেআউট মূল্য ২০ ডলার। আপনার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডেও এখান থেকে ডলার উইথড্র করতে পারবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাতেও পেআউট করতে পারবেন। অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্ক থেকে http://­www.revenuehits.com/

৩। ইনফোলিঙ্কস (infolinks):

এডসেন্সের আরও একটি বিকল্পের নাম হচ্ছে ইনফোলিঙ্কস। এটি আপনার ওয়েবসাইটের ফ্রন্টগুলোকে মনেটাইজ করবে। অর্থাৎ আপনার ফ্রন্টগুলো এক একটি ফ্রন্ট এড হিসেবে কাজ করবে। যা থেকে আপনি বেশ ভালোই উপার্জন করতে পারবেন। এছাড়া এর ব্যানার এডও রয়েছে। এর পাবলিশার হতে হলে আপনার ইংরেজী অথবা স্প্যানিশ ওয়েবসাইট থাকতে হবে। আপনার ওয়েবসাইটে যদি ভালো সার্চ ভিজিট হয়, আপনি এর থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন। সর্বনিম্ন পেআউট ৫০ ডলার। পেপাল, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বা ডলার উইথড্র করে ফেলেতে পারবেন। ইনফোলিঙ্কস এর অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্ক থেকেঃ www.infolinks.com

৪। প্রোপেলার এডস (Propellerads):

গুগল এডসেন্সের আরও একটি হাই পেয়িং অলটারনেটিভ হল প্রোপেলার এডস। এখান থেকেও আপনি মাসে বেশ ভালো পরিমাণ টাকা বা ডলার ইনকাম করতে পারবেন। এর মিনিমাম পেআউট ১০০ ডলার। পাইওনিয়ার বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা বা ডলার উইথড্র করতে পারবেন। বাংলা ইংরেজি যেকোনো সাইটের জন্যই পাবলিশার অ্যাকাউন্ট এর জন্য এপ্লাই করতে পারবেন। লিঙ্কঃ http:// www.propellerads.com­/
৫। এডভার্সাল (Adversal):
এডভার্সাল হলো আরও একটি হাই পেয়িং এডসেন্স অলটারনেটিভ। এর একটি সমস্যা হল কম ট্র্যাফিক টাইপের ওয়েবসাইট থেকে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ওয়েবসাইটটি ইংরেজিতে হতে হবে। এর সাথে মাসে কম পক্ষে ৫৪ হাজার পেইজভিউ থাকতে হবে। কিন্তু একবার এর অ্যাকাউন্ট পেয়ে গেলে টাকা ইনকাম করা কোন ব্যাপার-ই না। পাবলিশার অ্যাকাউন্ট এর জন্য আবেদন করুন এই লিঙ্ক থেকেঃ http://­www.adversal.com/ আপনি কি এডসেন্স পাবলিশার অ্যাকাউন্ট পাচ্ছেন না? তাহলে এখনই এর সেরা ৫টি বিকল্প গুলোতে অ্যাকাউন্ট খুলুন আর আয় করুন আপনার পছন্দের ওয়েবসাইট বা ব্লগ থেকে। উৎসঃ গুগল এডসেন্স এর সেরা বিকল্প গুলো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow