ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করলে হতে পারে মারাত্মক ক্ষতি!
 
                                                                                                    কর্পোরেট অফিসের এ খুব চেনা দৃশ্য! চালু থাকা একটা ল্যাপটপ হাতে নিয়ে ঘোরাঘুরি করতে করতে কোনও কিছু ব্যাখ্যা করছেন জনৈক কর্মচারী। আবার, কাজের কোনও কিছু একটা বিষয় বুঝতেই হোক বা বুঝিয়ে দেওয়ার জন্যই হোক, নিজের ডেস্ক ছেড়ে চালু ল্যাপটপ হাতে নিয়ে অন্যের ডেস্কে চলে গেলেন কেউ- এই দৃশ্যও মোটেও আমাদের অপরিচিত নয়। বাড়িতেও অনেক সময়েই আমরা নিজেদের ল্যাপটপটা চালু থাকা অবস্থাতেই হাতে নিয়ে মাঝে মাঝেই এ-ঘর, ও-ঘর করে থাকি!
আপাতদৃষ্টিতে দেখলে ব্যাপারটার মধ্যে কোনও অসুবিধে খুঁজে না পাওয়ারই তো কথা! ল্যাপটপ হল অনেকটা মোবাইল ফোনের মতো, চালু থাকা অবস্থাতেও সেটা নিয়ে ঘোরাঘুরি করা যায় বলেই জিনিসটার এত কদর! কিন্তু মেশিন স্লো হয়ে যাওয়া, হ্যাং করে যাওয়া- এই সব কিছু সমস্যা যে স্রেফ ওই একটা কারণেই হতে পারে, সে বিষয়ে এবার আমাদের সচেতন হওয়ার সময় এসে গিয়েছে।
>> মেশিন খারাপ হয়ে যাওয়া
মোবাইল ফোন তৈরিই হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নানা কাজ করার জন্য। ল্যাপটপের উদ্দেশ্য কিন্তু ঠিক তা নয়। জায়গা বাঁচানো ছাড়া ডেস্কটপের সঙ্গে এর খুব বেশি কিছু মিল খুঁজতে যাওয়া বৃথা। তাই চালু থাকা অবস্থায় ল্যাপটপ নিয়ে ঘোরাঘুরি করলে এর যন্ত্রাংশে চাপ পড়বেই। দীর্ঘ দিন ধরে এমনটা চলতে থাকলে মেশিন একেবারে বসে যাওয়াটাও মোটেই অস্বাভাবিক কিছু নয়।
>>স্ক্রিনের সমস্যা
ল্যাপটপের সব থেকে দরকারি এবং একই সঙ্গে সব থেকে দুর্বল জায়গা হল এর স্ক্রিন। স্ক্রিনে চোখ না রেখে একটা কাজও করার উপায় নেই। কিন্তু ভাঁজ করা যায় বলেই এর স্ক্রিনের জোড় খুব একটা পোক্ত হয় না, লক্ষ্য করলে দেখা যাবে যে খুব জোরে টাইপ করলেও অনেক সময়েও ল্যাপটপের স্ক্রিন কাঁপে, চালু থাকা ল্যাপটপ হাতে নিয়ে হাঁটাহাঁটির সময়েও এই ব্যাপারটা হয়। এরকম চলতে থাকলে এক সময়ে স্ক্রিন কাজ করা বন্ধ করে দিতে পারে।
>>স্ক্রিন ভেঙেও যেতে পারে
চালু থাকা অবস্থায় ল্যাপটপ নিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে এর স্ক্রিন ভেঙেও যেতে পারে। সে রকম হলে এর হার্ড ডিস্কও ক্র্যাক করবে, আর তার ফলে ল্যাপটপ থেকে আমাদের দরকারের সব ডেটা হারিয়ে যাবে। কাজের মাঝে এরকম হলে অফিস যে ছেড়ে কথা বলবে না, সে কি আর আমরা সবাই জানি না?
>>হার্ডওয়্যারের ক্ষতি
শুধু স্ক্রিনের কথা তো এতক্ষণ হল! চালু থাকা ল্যাপটপ নিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে যদি হাত ফসকে যায় বা কোথাও হোঁচট খাই আমরা? তখন হার্ডওয়্যারটাই বিগড়ে যাবে, সার্ভিসিং করিয়েও খুব একটা কোনও লাভ হবে না, একরাশ পয়সা ফেলে আবার একটা নতুন মেশিন কিনতে হবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	