নিজের 'ডেথ সার্টিফিকেট হারিয়ে বিজ্ঞাপন দিলেন ব্যক্তি নিজেই!

"ডেথ সার্টিফিকেট" সাধারণত ইস্যু করা হয় কোন ব্যক্তির মৃত্যুর পর। মৃত ব্যক্তিদের উত্তরাধীকারীদের কাজে লেগে থাকে মৃত্যুর এই সনদ। কিন্তু সম্প্রতি ভারতের এক ব্যক্তি নিজের 'ডেথ সার্টিফিকেট হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন নিজেই। যা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

নিজের 'ডেথ সার্টিফিকেট হারিয়ে বিজ্ঞাপন দিলেন ব্যক্তি নিজেই!

"ডেথ সার্টিফিকেট" সাধারণত ইস্যু করা হয় কোন ব্যক্তির মৃত্যুর পর। মৃত ব্যক্তিদের উত্তরাধীকারীদের কাজে লেগে থাকে মৃত্যুর এই সনদ। কিন্তু সম্প্রতি ভারতের এক ব্যক্তি নিজের 'ডেথ সার্টিফিকেট হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন নিজেই। যা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন খবর নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার কথা জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজের 'ডেথ সার্টিফিকেট' র বিজ্ঞাপন দেয়া ঐ ব্যক্তির নাম রণজিৎ কুমার চক্রবর্তী। বিজ্ঞাপনে ব্যক্তি লিখেন, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় আমি লুমডিং বাজারে আমার 'ডেথ সার্টিফিকেট' হারিয়ে ফেলেছি।

ভারতীয় আইপিএস অফিসার রুপিন শর্মা বিজ্ঞাপনের ঐ ছবি শেয়ার করে লিখেছেন, একমাত্র ভারতেই এমন ঘটনা ঘটতে পারে। ঔদিকে আইপিএস অফিসারের ঐ পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, 'ডেথ সার্টিফিকেট' পেলে সেটা স্বর্গে পাঠাবো না নরকে?

মজার চ্ছলে অপরজন মন্তব্যে লিখেছেন, "কেউ সার্টিফিকেটটি পেলে তার মালিককে দ্রুত ফেরত দিবেন। না হলে ঐ ভূতটি অনেক রেগে যাবে। "

আরেকজনের মন্তব্য, এই প্রথম দেখলাম, কেউ নিজের 'ডেথ সার্টিফিকেট' হারিয়ে ফেলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow