নিজের জন্মদিনে বিকিনি ছবিতে ঝড় তুললেন দিশা
২০২১ সালের ১৩ জুন অর্থাৎ আজ ২৯ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। জন্মদিন আর ভক্তদের দৃষ্টি আকর্ষণ করবেন না তা কী করে হয়? জন্মদিনে বিকিনির সাজে নিজের একটি হট ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন বলিউড নায়িকা দিশা পাটানি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শনিবার পোস্ট করা এই ছবিতে দেখা যায় সমুদ্র সৈকতে গোলাপি এক বিকিনিতে সমুদ্রের নীল জলরাশির সামনে দাঁড়িয়ে দিশা। ছবিটি দেখলেই বুঝা যায় এটা মালদ্বীপের সমুদ্র সৈকতে তোলা। ক্যাপশনে যদিও নিজের ফিলিংস নিয়ে তেমন কিছুই লিখেন নি অভিনেত্রী। বরং খুব সহজেই একটি গোলাপি ফুলের ইমোজি দিয়েই পোস্ট করেছেন ছবিটি ইনস্টাগ্রামে দিশা।