এস কে সমীরের কণ্ঠে 'একটু অন্যরকম তুই '

এস কে সমীরের কণ্ঠে 'একটু অন্যরকম তুই '

২০২১ সালের শুরুতেই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এস কে সমীরের কণ্ঠে 'একটু অন্যরকম তুই ' শিরোনামের আরো একটি নতুন গান প্রকাশিত হলো। গীতিকার মাসুম আওয়ালের কথা ও সুরে  এস কে সমীরের সংগীতায়োজনে তার নিজস্ব স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিও সহ নতুন এই গানটি ড্রিম টাচ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন  স্বর্ণালী ও এস কে সমীর নিজেই।

এ বিষয়ে কণ্ঠশিল্পী এসকে সমীর জানান, মাসুম আওয়ালের কাছে প্রথম যেদিন গানটি শুনেছিলাম সেদিনই গানটির কথা ও সুর আমার খুব পছন্দ হয় এবং গানটি আমি নিজে গাইব বলে মনঃস্থির করি। পরবর্তীতে আমি গানটির সঙ্গীতায়োজনের কাজ শুরু করি ও কণ্ঠ দিয়ে অডিওর কাজ সমাপ্ত করে। এরপর মিউজিক ভিডিওসহ গানটি মুক্তিও পেলো। এজন্য ড্রিম টাচ মিডিয়ার কর্ণধার সায়েম ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।'

মাসুম আওয়াল বলেন, অনেক যত্ন নিয়ে গানটির কথা ও সুর দিয়েছিলাম। সেখানে কণ্ঠশিল্পী এস কে সমীর ভাই তার ভরাট কন্ঠে অত্যন্ত সুন্দরভাবে গানটি গেয়েছে এবং সুন্দর একটি ভিডিও আকারে বাংলা গানের শ্রোতাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি গানটি বাংলা গানের দর্শকরা খুবই পছন্দ করবে।

গানের ইউটিউব লিংক - https://www.youtube.com/watch?v=ZSY_kvMlaXI

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow