ব্লগ ভাইরাল করুন টাইটেল দিয়ে, নিয়ে নিন ৭টি কিলার টিপ্স

ব্লগ ভাইরাল করুন টাইটেল দিয়ে, নিয়ে নিন ৭টি কিলার টিপ্স

ব্লগ ভাইরাল করুন টাইটেল দিয়ে, নিয়ে নিন ৭টি কিলার টিপ্স

আপনার ওয়েবসাইটের জন্যে এসইও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি ওয়েবসাইটটি ব্লগ/ম্যগাজিন ভিত্তিক হয়ে থাকে তাহলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশোনের গুরুত্ব আরোও বেড়ে যায় কারণ, এসইও ছাড়া কখনো গুগলে র‍্যাংক পাবেন না। আর এই এসইও এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্ট/আর্টিকেল টাইটেল। আজকের আর্টিকেল এ আমরা আলোচনা করবো টাইটেল অপটিমাইযেশন নিয়ে। 

টাইটেল কিঃ

টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রতিটি ব্লগের প্রধান বিষয়। আপনার ওয়েবসাইটের কোয়ালিটিও টাইটেল এর মাধ্যমে নির্ধারিত হয়।

টাইটেলের গুরুত্বঃ

আপনার পোস্ট ভাইরাল/বেশী বেশী ক্লিকের মাধ্যমে হিট করার জন্যে ভালোমানের টাইটেল দিয়ে আর্টিকেল ছাড়া উপায় নেই। সাধারণত আপনি আমি ভিজিটর হিসেবে প্রথমে প্রয়োজনীয় কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে আর এরপরেই প্রথমদিকের সার্চ রেজাল্ট গুলো থেকে সর্বাধিক আকর্ষণিয় টাইটেল খুজে সেটায় ক্লিক করেন। তাহলে বুঝতেই পারছেন ব্লগ ভিত্তিক ওয়েবসাইটের ক্ষেত্রে টাইটেলের ইম্পোর্ট্যান্স কোথায়!

পারফেক্ট টাইটেল লিখার ৭টি কিলার টিপ্সঃ

একটি আর্টিকেলের টাইটেল নিয়ে রিসার্চ করাই অন পেজ এসইওর অন্তর্ভুক্ত। তাই এটির গুরত্ব অনেক। কারণ, এসইও’র প্রথমেই যা করা হয় সেটি হচ্ছে ব্যক্তির ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ। টাইটেল অপটীমাইক্সেশনের জন্যে নিমোক্ত কাজ গুলো করতে পারনঃ ১। লং টেইল টাইটেল তৈরি করা অনেক সময় দেখা যায় আমরা ছোট শব্দ বা লম শোব্দ দিয়ে টাইটেল দেই, এতে করে সার্চ ইঞ্জিন যেমন ক্রল করতে অসুবিধা করে তেমনি ভিজিটরদেরও চোখে কম পরে। এমনকি অতিসম্প্রতি গুগল তাদের আপডেটে জানিয়েছে শর্ট টাইটেলের চেয়ে লং টাইটেল গুরুত্বপূর্ণ। আপবি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তাহলে ওয়ায়ররডপ্রেসের জনপ্রিও প্লাগিন ইয়োস্ট এসইও লং টাইটেল বা কিওয়ার্ডের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে।  তাই আপনার পোস্টের জন্যে লং টাইটেল ব্যবহার করুন। এর জন্যে আপনার টাইটেল ৫৫ থেকে ৬০ এর মধ্যে তৈরী করবেন। ব্লগ টাইটেল এর মধ্যে চেষ্টা করবেন আর্টিকেলটির দকল বিষয়বস্তুর সম্যক ধারণা আসে এমন করে দিতে। ২। টাইটেল এর শুরুতে ফোকাস কিওয়ার্ড রাখুন ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনার আর্তিকেলটির মধ্যে সর্বাধিক ব্যবহৃত শব্দ ।এই শব্দটিই আপয়নার ব্লগের জন্যে সবচে গুরুত্বপূর্ণ, এমন শব্দটিকেই বলে ফোকাস কি। একজন ভিজিতর যা লিখে আপনার সাইটের আর্টিকেলটি খুজে পেতে পারে সেই শব্দটিই টাইটেলে স্থান দিন, এতে করে র‍্যাংক বেড়ে যায়। ৩। টাইটেল এর মধ্যে পাওয়ার ওয়ার্ড রাখুন পাওয়ার্ড ওয়ার্ড হচ্ছে একটি ব্লগের প্রাণ। আকর্ষণীয় কিছু শব্দ পাওয়ার ওয়ার্ড হিসেবে সিলেক্ট করবেন। নিউ/মোস্ট/এক্সক্লুসিভ/এমাজিং ইত্যাদি শব্দগুলো মানুষকে আকর্ষন করে। তাই টাইটেল এর মধ্যে এই শব্দ গুলো রাখার ট্রাই করবেন।  ৪। টাইটেলের মধ্যে নাম্বারের ব্যবহারঃ যেসব আর্টিকেল এর টাইটেলের মধ্যে নাম্বার ব্যবহার করা হয়ে সেসব আর্টিকেল র‍্যাংক বৃদ্ধি পায়। ব্লগের টাইটেলের মধ্যে নাম্বার ব্যবহার করার কারণ হচ্ছে এটি ইউজার ফ্রেন্ডলি, টাইটেলে নাম্বার থাকলে ভিজিটর সেদিকেই বেশি মনযোগ দেয়।  ৫। টাইটেলের মধ্যে সেন্টিমেন্টাল শব্দের ব্যবহারঃ আপনি হয়তো ভাবছেন ব্লগ সাইটে সেন্টিমেন্ট কেনো? কিন্তু জেনেনিন, আপনি যদি আপনার ওয়েবসাইইটের আর্টিকেল্গুলোর টাইটেলের মধ্যে সেন্টিমেন্টাল শব্দ রাখেন অই লেখাটি অন্য আর্টিকেল গুলোর চেয়ে বেশী র‍্যাঙ্ক করবে। বিভিন্ন বিনোদনমূলক ব্লগে এধরণের আর্টিকেল বেশি ব্যবহার করা হয়। এতে করে টাইটেলের মাধ্যমে আপনার ট্রাফিক বেড়ে যাওআর সম্ভবনা সৃষ্টি হয়।   ৬। টাইটেলের মধ্যে ব্র্যাকেট ব্যবহারঃ বিশেষ কিভহু ক্ষেত্রে চাইলে ভ এর মধ্যে ব্র্যাকেট ইউজ করতে পারেন। যেমন ধরুন আপয়ান্র আর্টিকেলটিতে ভিডিও এট্যাচ করা আছে সেক্ষেত্রে ‘’দেখুন ভিডিও সহ’’ ,আর যদি ফাইল ডাউনলোড রিলেটেড পোস্ট জয় তাহলে লিখবেন “ডাউনলোড ফাইল’’। ৭। টাইটেল অবশ্যই অর্থবহ করবেনঃ শুরুতেই একবার লিখেছিলাম যে হুটহাট রিসার্চ ছাড়া টাইটেলের ব্যবহার কখনোই আপনার সাইটে ট্রাফিক আনবেনা। তাই যথাসম্ভব চেষ্টা করুন টাইটেল আরো বেশী আকর্ষণীয় করতে এবং অর্থবহ টাইটেল ব্যবহার করবেন।  পরিশেষে বলি, ভালোমাণের টাইটেল এর ব্যবহারের মাধ্যমে ভিজিটরদের ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow