মহানগর রিভিউঃ সময়োপযোগী কন্টেন্টে অভিনয়ের দারুণ খেল!
বাংলাদেশে যারা বিনোদন জগতের কিছুটা হলেও খোঁজ-খবর রাখেন তারা হয়তো পরিচালক আশফাক নিপুনের কথা কিছুটা হলেও জানেন। জানেন তার শৈল্পিক ক্ষমতা সম্পর্কে। যদি তাও না জেনে থাকেন তবে বলবো ওয়েব সিরিজ মহানগর দেখে আসুন। হতাশ হবেন না, বরং চিত্তরঞ্জনের পাশাপাশি খুঁজে পাবেন সময়োপযোগী কন্টেন্টের দক্ষ অভিনয়ের দারুণ খেল!
যাক, আর বাড়তি কথা না বাড়িয়ে মূল কাহিনীতে চলে যাওয়া যাক। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ওয়েব সিরিজ মহানগর। দেশের দুর্নীতির মাত্রা যে কতোটা ভয়াবহ তা হয়তো এই মহানগর দেখেই আপনি কিছুটা হলেও আঁচ করতে পারবেন। শহরের অভিজাত এক পার্টির থেকে ঘটনার সুত্রপাত। শিল্পপতি-রাজনীতিবিদ আলমগীর চৌধুরীর দাপুটে ছেলে আফনান চৌধুরী। যে কিনা ক্ষমতার দম্ভে তাস খেলায়ও হারতে চায় না। বেশ হট মেজাজ তার। গার্লফ্রেন্ডের সাথে রাগ করে পার্টি থেকে বেরিয়ে এক সাধারণ সাইকেল আরোহীকে গাড়ি চাপা দেয় আফনান। এরপর পুলিশ আফনান চৌধুরীকে ধরে থানায় নিয়ে আসলে তোলপাড় শুরু হয়। আলমগীর চৌধুরী যেকোনো মূল্যে ছেলেকে ঝামেলা ছাড়াই ফেরত পেতে চান। তাই তার প্রতিনিধি আসে থানায়। ওসিও সুযোগ পেয়ে নিয়ে নেন বড় অঙ্কের ঘুষ। আফনানকে নির্দোষ প্রমাণে চলে নানা রকম চেষ্টা। তবে এরই মাঝে অফিসে এসে পড়েন এসি শাহানা। একজন সৎ পুলিশ কর্মকর্তা। সে কোনভাবেই ক্ষমতার কাছে মাথা নোয়াতে রাজি নন, বরং আইন মতেই শাস্তি দিতে চান আফনান চৌধুরীকে। সাব ইনসপেক্টর মলয় যেন এক যোদ্ধা। নির্দোষ এক সাধারণ আবিরকে বাঁচাতে চলে মলয়ের নানা রকম অভিযান। সারারাত এই সব নিয়েই চলে থানায় নাটক। তবে শেষ পর্যন্ত দেখা যায় আফনানকে থানা থেকে ছাড়াতে পারে না তার ক্ষমতাবান বাবা বরং যেতে হয় আদালতে। ঘুষ নেয়ার দায়ে গ্রেফতার হন ওসি হারুন, কিন্তু গল্পের ঠিক এই সময়ে দেখা যায় ভিন্ন চমক। ঘুষখোর ওসি হারুনের পরিবর্তে আমরা দেখতে খুবই চালাক বুদ্ধিমান হারুনকে। যিনি তার বুদ্ধি দিয়ে আফনান চৌধুরীর অন্য অপরাধগুলো সামনে নিয়ে আসে। এক্সিডেন্ট থেকেও এই আফনান অনেক বড় অন্যায় করেছিল ঐ পার্টিতে। কি সেটা? সেটা জানতে হলে দেখতে হবে মহানগর।
এ তো গেল গল্পের কথা। আট পর্বের এই ওয়েব সিরিজটির প্রতিটি পর্বের আলাদা নাম রয়েছে। তবে প্রতিটি পর্বেই ই পরিচালক একটা থ্রিল রাখতে চেয়েছেন, আর আমার মহানগর দেখে অন্তত মনে হয়েছে তিনি তা পেরেছেন। প্রতি পর্বেই ছিল সাসপেন্স। এবার আসি অভিনয়ে। পুরো সিরিজটিতেই অভিনয় ছিল প্রত্যেকেরই দেখার মত। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তুখোড় অভিনেতা মোশাররফ করিম অভিনয় করেছেন ওসি হারুন চরিত্রে। তার অভিনয়ের দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সবাইকে ছাপিয়ে পুরো ওয়েব সিরিজটিতে যে সবচেয়ে বেশি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সেই চরিত্রটি হচ্ছে মলয়। এই চরিত্রটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। অভিজ্ঞতার ঝুলিতে খাটো হলেও মোশাররফ করিমের পাশে দাপড়ে বেড়িয়েছেন এই অভিনেতা। আর মাঝে মাঝে নাসিরুদ্দিন এর ফিচেল হাসি পুরো ওয়েব সিরিজে অন্য রকম মজা দিয়েছে।
ওয়েব সিরিজঃ মহানগর
ওটিআই প্ল্যাটফর্মঃ হইচই
অভিনয় শিল্পিঃ মোশাররফ করিম, জাকিয়া বারি মম, মোস্তাফিজুর নূর ইমরান, নাসিরউদ্দিন খান প্রমুখ।
আইএমডিবি র্যাটিংঃ ৮.৭/১০