নববধূকে গাধাঁ উপহার দিলেন বর!
বিয়ের আসরে বরকে জ্যাান্ত গাধাঁ উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিয়ের কণে। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। আর গাঁধা উপহার পাওয়ার খবর নিজেই ইনেস্টাগ্রামে পোস্ট করেছেন বর!
 
                                                                                                    বিয়ের আসরে বরকে জ্যাান্ত গাধাঁ উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিয়ের কণে। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। আর গাঁধা উপহার পাওয়ার খবর নিজেই ইনেস্টাগ্রামে পোস্ট করেছেন বর!
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঐ প্রতিবেদনটিতে আরও বলা হয়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান শাহ ও বরিষা জাভেদ খান। বিয়ের অনুষ্ঠানে কনেকে ছোট আকৃতির একটা গাধাঁ উপহার দেন বর আজলান শাহ। ইনস্টাগ্রামে দেয়া ঐ পোস্টে তিনি স্ত্রীকে গাধাঁ উপহার দেয়ার কারণ ব্যাখ্যা করেন এভাবে, "আমি জানতাম বরিষা বাচ্চা গাধাঁ পছন্দ করে। তাই তাকে খুশি করতেই আমার পক্ষ থেকে এ উপহার। তবে বাচ্চা এই গাধাঁ আমি তার মায়ের কাছ থেকে আলাদা করে আনিনি। বাচ্চাটির সাথে আমি মা'কেও এনেছি।"
এদিকে প্রিয় মানুষটির কাছ থেকে গাধাঁ উপহার পেয়ে ব্যাপক আনন্দিত নববধূ বরিষা। তিনি বাচ্চা গাধাঁটিকে আদর করেন এবং মাথায় হাত বোলান। নব দম্পতি বাচ্চা গাধাঁটির নাম রেখেছেন 'ভোলা'।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	