স্তনযুগল বার করে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন ইভলিন, কটাক্ষের জবাব দিলেন রণবীরের নায়িকা
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী ইভলিন শর্মা।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্য জন্ম নেওয়া মেয়ের ছবি শেয়ার করেছেন ইভলিন। 
শুধু ছবি শেয়ার নয়, বরং তিনি এর মাধ্যমে ভক্তদের দারুণ চমক দিয়েছেন। প্রকাশ্যেই সদ্য জন্ম নেওয়া মেয়েকে স্তন্য পান করানোর সেই ছবি শেয়ার করেছেন যা ভক্তদের বাড়তি চমক দিয়েছে। তবে ছবি প্রকাশের সাথে ক্লাস্টার ফিডিং নিয়েও কথা বলেছেন ইভলিন। 
এর আগেও এমন ছবি পোস্ট করেছিলেন তিনি। যা বয়ে আনে অশ্লীল কটাক্ষ। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অভিনেত্রী৷ মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি। যা প্রশংসা যোগায়। সমালোচনার জবাবে ইভলিন শর্মা জানিয়েছেন, মা হওয়ার এই জার্নিটা আমি সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়া গুরুত্বপূর্ণ মনে করি কাজের পাশাপাশি। এই ধরনের ছবি দুর্বলতা এবং শক্তি একসাথে প্রকাশ করে৷ এবং এটা আমার বেশ ভালো লাগে। এতো লজ্জা কিসের!!