স্বামীর নোংরা মোজা দেখে যে কান্ড করলেন নোবেলজয়ী মালালা!
নোংরা মোজা সোফার উপর রেখে দিয়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের স্বামী মালিক আসের। আর সেই মোজা চোখে পড়তেই তা তৎক্ষনাৎ ডাস্টবিনে ফেলে দেন মালালা।
 
                                                                                                    নোংরা মোজা সোফার উপর রেখে দিয়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের স্বামী মালিক আসের। আর সেই মোজা চোখে পড়তেই তা তৎক্ষনাৎ ডাস্টবিনে ফেলে দেন মালালা। এমনকি এই ঘটনা নিয়ে এক টুইট বার্তাও দিয়েছেন নোবেলজয়ী এই নারী।
টুইটবার্তায় তিনি লিখেছেন, এক জোড়া নোংরা মোজা দেখে আমি তাকে (স্বামী মালিক আসের) জিজ্ঞাসা করলাম এগুলো এখানে কেন? উত্তরে তিনি বললেন, এগুলো নোংরা। সরিয়ে রাখো। এরপর আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি।
মালালার এই সংসারী খুঁনসুটি কান্ডে মজা পেয়েছেন তার ভক্তরা। আট হাজারেরও বেশি নেটিজেন ঐ পোস্টে লাইক দিয়েছেন। এদিকে ঘটনা এখানেই শেষ হয়ে যায় নি। মালালার ঐ টুইটকে কেন্দ্র করে তার স্বামী মালিক আসের টুইটারে এক জরিপ খুলেছেন। ঐ জরিপে তিনি লিখেছেন, কেউ যদি বলে সোফার উপর রাখা মোজাগুলো নোংরা। তবে কী করা উচিত? সেগুলো লন্ড্রিতে দেয়া উচিত না ডাস্টবিনে ফেলা উচিত? প্রতিক্রিয়ায় এক টুইট ব্যবহারকারী লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগতম। এভাবে মোজা নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                            ![প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে চাইলে যা যা করবেন [৭টি সেরা টিপ্স]](https://duronta.com/wp-content/uploads/2021/02/images-650x410.jpeg) 
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	