স্প্যাম অ্যাটাক রোধে Microsoft-এর বড় পদক্ষেপ, আসছে এই বিশেষ ফিচার!
 
                                                                                                    স্প্যাম রোধে নতুন ব্যবস্থা নিচ্ছে Microsoft। স্প্যাম হানাদারি রুখে দিতে তারা এবার মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অ্যাপ মাইক্রোসফট অথেন্টিকেটর-এ একটি নতুন ফিচার চালু করেছে। এক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট পুশ নোটিফিকেশনের ক্ষেত্রে 'নম্বর ম্যাচিং' চালু করেছে। এই মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন পুশ নোটিফিকেশন স্প্যামের উপর নির্ভর করে হানাদারি প্রতিরোধ করতে সহায়তা করবে।এই ফিচারটি আপাতত শুধুমাত্র অ্যাডমিনদের জন্যও পাওয়া যাবে। তবে মাইক্রোসফট দাবি করেছে, আগামী ফেব্রুয়ারি ২০২৩-এর মধ্যে সমস্ত অথেন্টিকেটর ব্যবহারকারী এই 'নম্বর ম্যাচিং'-কে ডিফল্ট করতে পারবেন।অনুরোধ অনুমোদন করার সময় এই Multi-Factor authentication 'সংখ্যা ম্যাচিং' করে। তখন অথেন্টিকেটর অ্যাপ ব্যবহারকারীকে শুধুমাত্র 'অ্যাপ্রুভ' নির্বাচন না করে সাইন-অন স্ক্রিনে দেখানো নম্বরটি ‘এন্টার’ করতে বলে। এটি সেই সব অ্যাডমিনদের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হবে যাঁরা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন আক্রমণের জন্য প্রস্তুত নন।অনিচ্ছাকৃত অনুমোদন এড়াতে, অ্যাডমিনরা অ্যাপ্লিকেশন কনটেক্সট এবং লোকেশন কনটেক্সট ব্যবহার করার জন্য সেট আপ করতে পারেন। নতুন ফিচার অথেন্টিকেটর অ্যাপে ডিফল্ট হয়ে গেলে, অ্যাডমিনের রোলআউট নিয়ন্ত্রণ পরিবর্তন করা হবে।ক্রমাগত বেড়ে চলেছে সাইবার হানাদারি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে অপরাধীদের কার্যকলাপ। এমনই হানাদারির লক্ষণ দেখা দিয়েছে মাইক্রসফটেও। এই বছরের শুরুতেই নিরাপত্তা গবেষকরা একটি ‘এমএফএ’ আক্রমণের হদিশ পেয়েছেন যা, অফিস ৩৬৫ ব্যবহারকারীদের লক্ষ্য করেই চালান হয়েছে। ফলে নড়ে বসেছেন কর্তৃপক্ষ।এ ছাড়াও, অন্য পদ্ধতিও অবলম্বন করছে মাইক্রোসফট। এই বছরের শুরুর দিকে ২০২২ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট হলোলেন্স ২ লঞ্চ করেছিল। এটি অরিজিন হলোলেন্সের উত্তরসূরি হিসাবে বাজারে এসেছিল। এই ডিভাইসে মস্তিষ্ক এবং চোখ ট্র্যাক করতে সেন্সর দেওয়া হয়েছে এবং এটি ব্যবহারকারীদের হলোগ্রামের সংযুক্ত হতে দেয়।জানা গিয়েছে, এই হানাদারিতে জালিয়াতরা ক্রমাগত এমএফএ পুশ অ্যালার্ট সৃষ্টি করে, যখন শিকারের অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	