কেমন হলো সঞ্জয় সমাদ্দারের 'দাগ'?
মানুষ সব গ্যারান্টি দিতে পারলেও সে ভুল করবে না এই গ্যারান্টি সে দিতে পারে না।" সংলাপটি পড়েই হয়তো বুঝে ফেলেছেন কী নিয়ে কথা বলছি! হ্যাঁ, এক বসাতেই দেখে ফেললাম চরকি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ওয়েব সিরিজ 'দাগ'।
"মানুষ সব গ্যারান্টি দিতে পারলেও
সে ভুল করবে না এই গ্যারান্টি সে দিতে পারে না।"
সংলাপটি পড়েই হয়তো বুঝে ফেলেছেন কী নিয়ে কথা বলছি! হ্যাঁ, এক বসাতেই দেখে ফেললাম চরকি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ওয়েব সিরিজ 'দাগ'। দেখে ফেললাম বলাটা হয়তো ভুল হচ্ছে৷ বরং বলা উচিত এক ঘন্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব সিরিজটির গল্প, গল্পের বুনন, চিত্রনাট্যের অসাধারণ সিঙ্ক ও গল্পের সাথে ধারাবাহিকতা এবং সর্বপরি সংলাপ প্রতিটি বিষয়ই এতোটা সূক্ষ্ম ও শিল্পসম্মত যে আমায় দেখতে বাধ্য করেছে এবং গল্প নিয়ে আমায় ভাবিয়ে তুলেছে।
প্রথমেই বলবো এটি একটি সমাজ পরিবর্তনের গল্প। নির্মাতা সঞ্জয় সমাদ্দার বাংলাদেশের গুটিকয়েক মেধাবী ও স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী নির্মাতাদের একজন। তার কাজে সব সময় আমাকে যেটা মুগ্ধ করে একটা কাজের সাথে অন্য কাজটি এতোটাই আলাদা ও নান্দনিক, এই নান্দনিকতা শুধু গল্পের ক্ষেত্রে নয়, নান্দনিকতা থাকে ওয়েব সিরিজ কিংবা নাটকের টপ টু বোটম সবক্ষেত্রেই। এই 'দাগ' ওয়েব সিরিজেও তার ব্যতয় ঘটেনি। সিরিজটির প্রতি মিনিটেই রয়েছে উৎকন্ঠা এবং তা একদকম শেষ মিনিট পর্যন্ত বজায় থেকেছে। যারা ট্রেলার দেখেছেন তারা হয়তো জানেন গল্পের কাহিনী এগিয়েছে একটি বেনামি পরিচয়হীন শিশুকে কেন্দ্র করে। আদালতের সূত্র ধরে যেই শিশুটির পরিচয় দিতে একের পর এক এগিয়ে আসতে থাকে অনেক নিঃসন্তান দম্পতি থেকে শুরু করে সিঙ্গেল মাদারও। কিন্তু কে পাবে শিশুটির দায়িত্ব? 'বাবা-মা হওয়া তো সহজ কথা নয়। এদিকে কে এই শিশুর আসল বাবা-মা, তা নিয়েও নির্মাতা প্রথম থেকেই রেখেছেন একের পর এক রহস্য। যা খুলেছে একদম শেষে গিয়ে। তবে এই সমাপ্তি ভাবাবে সবাইকে এটা বলতে পারি কিংবা মনের অজান্তেই মুখ থেকে নিঃসৃত হতে পারে সমাজের উপর কিছুটা ধিক্কারও।
"দাগ" ওয়েব সিরিজটিতে প্রতিটি অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটা দিয়েই যে কাজটি করেছেন তা হয়তো স্ক্রিনে চোখ রাখলেই ঠাহর করা যায়। তবে ফাটিয়ে অভিনয় করেছেন ওসি আলমগীর চরিত্রে মোশাররফ করিম। তার অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরং বলতে গেলে সেটা হয়তো হাস্যকর পর্যায়েও পৌছতে পারে। তবে সঞ্জয় সমাদ্দার নির্মিত নাটক 'যে শহরে টাকা ওড়ে' নাটকে মোশাররফ করিমের অভিনয় যারা দেখেছেন তারা হয়তো আমার সাথে স্বীকার করবেন এই নির্মাতা-অভিনেতার জুটির কাজগুলো কতোটা প্রাঞ্জল হয় দিনশেষে। আমার মনে হয় সব নির্মাতা-অভিনেতার জুটি সবসময় সফল হয় না এর কারণ হয়তো একজন অপরজনকে বুঝতে না পারা। মোশাররফ করিম-সঞ্জয় সমাদ্দার জুটি অন্তত নিজেদের বোঝাশোনাটা দারুণভাবেই করছেন, যার ফল বেরিয়ে আসছে তাদের কাজে।
বর্তমান সময়ে শিল্পসম্মত ভালো গল্পের অভাব যারা বোধ করছেন তারা দেখে নিতে পারেন এক ঝলকে এই ' দাগ' ওয়েব সিরিজটি। হতাশ নয়, বরং সমাজ সম্পর্কিত চমৎকার গল্প পাবেন আপনি এতে, চিত্রনাট্যের শৈল্পিক কারুকাজের সাথে পাবেন ওসির অধীনস্থদের কিছু সিচুয়েশনাল কমেডিও। শেষ করতে চাই নাট্যকার মুনীর চৌধুরীর বিখ্যাত উক্তি 'মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়।' যেটা এই ওয়েব সিরিজে অদ্ভুত সুন্দর এক সংযোজন ও প্রভাবিত। সেই গল্প না হয় ওয়েব সিরিজটি দেখেই বুঝে ফেলুন। ধন্যবাদ।
What's Your Reaction?