ভিকি জাহেদের 'দ্য সাইলেন্স' রিভিউ

নির্মাতা ভিকি জাহেদের যে দিকটি আমার সবচাইতে ভালো লাগে যেকোনো কাজে হাতে দেয়ার আগে তিনি তা নিয়ে বেশ ভালোভাবে রিসার্চ করে নেন।

ভিকি জাহেদের 'দ্য সাইলেন্স' রিভিউ

নির্মাতা ভিকি জাহেদের যে দিকটি আমার সবচাইতে ভালো লাগে যেকোনো কাজে হাতে দেয়ার আগে তিনি তা নিয়ে বেশ ভালোভাবে রিসার্চ করে নেন। বিঞ্জে প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পাওয়া ছয় পর্বের ওয়েব সিরিজ 'দ্য সাইলেন্স'র প্রতিটি পর্বেই তার সেই রিসার্চের ছাপ পাওয়া যাচ্ছিল। ফলে ছয় পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি মিনিটই ছিল আলাদা রকম আকর্ষণীয় ও সাসপেন্সে পূর্ণ। একবার শুরু করলে আপনাকে শেষ না করা পর্যন্ত চেয়ারে আঁটকে রাখতে যথেষ্ট। 

গল্পের শুরু একদম সাদামাটা ভাবেই। অয়ন ও রুবি দুজনেই চাকরীজিবি এবং সুখী দম্পতি হিসেবে পরিচিত। কিন্তু সত্যিকার অর্থে তারা কেউই সুখী নন। চাহিদা,লোভ, লালসা এসব মানুষের প্রাত্যহিক জীবনেরই অংশ। কিন্তু অয়ন রুবির জীবনে এই তিনটির জন্য আকাঙ্খা ক্রমেই বাড়তে থাকে যা একসময় অসুস্থতায় রুপ নেয়। খুব দ্রুত বড়লোক হতে কী করে নি তারা, কখনো লটারির টিকিট ক্রয় তো কখনো ছোটখাট অন্যায়৷ কিন্তু এভাবে তো দ্রুত বড়লোক হওয়া যাবে না। তাই অয়ন রুবি একদিন পা বাড়ায় এক রহস্যময় সত্যিকার গেমিং ওয়ার্ল্ডে। যেখানে টাকা নয়, ইনভেস্ট করতে হয় ভিন্নরকম কিছু। তবে বিনিময়ে হাজার কিংবা লাখ নয়, পাওয়া যাবে কোটি কোটি টাকা। গেমিং জগতে পা বাড়াতে বাড়াতে ধীরে ধীরে গল্প থেকে চরিত্রকে প্রাধান্য দিয়েছেন পরিচালক। অর্থাৎ বিভিন্ন চরিত্রের ভিতরকার মনস্তাত্ত্বিক দ্বন্দ ও বিবেকের তাড়নার পরিবর্তন, লোভ প্রতিটি বিষয়কে বেশ সুনিপুণভাবে দেখানো হয়েছে। 

ছয় পর্বের এই ওয়েব সিরিজে প্রধান চরিত্র ছিল মাত্র পাচঁ জন। কিন্তু প্রত্যেকের দুর্দান্ত অভিনয় দিয়ে এমনভাবে নজড় কেড়েছেন কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই। আজিজুল হাকিম ও বিজরী বরকতুল্লাহর দীর্ঘদিন পর অভিনয় করেও এতো সুন্দর কামব্যাক অনেক দিন মনে রাখার মত। আব্দুর নূর সজল প্রথম পর্বে ভয়েস ও লুকে ভিন্নতা আনার চেষ্টা করেছেন আমার ততটা ভালো না লাগলেও ধীরে এই চরিত্রটির প্রতি বুদঁ হয়ে গিয়েছি। 

সবশেষে বলবো 'দ্য সাইলেন্স' ওয়েব সিরিজের চিত্রনাট্য ও সংলাপ। এতো সুন্দর মেদহীন চিত্রনাট্য দীর্ঘদিন দেখার সৌভাগ্য হয় নি। যখনই মনে হবে একটু একঘেয়েমি লাগছে, তখনই একটা দারুণ টুইস্ট দিয়ে গল্পে সাসপেন্স বজায় রাখা হয়েছে। সেই সাথে শিক্ষনীয় ও প্রাসঙ্গিক সংলাপ হয়তো 'দ্য সাইলেন্স' টিমের বাড়তি রিসার্চের কারণেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow