‘গরু যা যা করে, আমার স্বামী বেঁচে থাকতেও তাই করতো’ - স্ত্রী
স্বামী বহু বছর আগে মারা গেলেও দীর্ঘদিন ধরে একাই বসবাস করছেন কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের এক বৃদ্ধা। হঠাৎ ই একদিন তার মনে হলো তার স্বামী ফিরে এসেছে।
তবে স্বামীর এই ফিরে আসা মানুষের আকৃতিতে নয়,বরং গরুর আকৃতিতে। ক্রাতি প্রদেশের বাসিন্দা ওই বৃদ্ধার দাবি, মৃত স্বামীর সাথে অনেক মিল গরুটির। স্বামী যেভাবে বৃদ্ধার গলা, চোখ এবং ঠোটে আদর করতেন, গরুটিও ঠিক তাই করে। গরুটি ঠিক তাই করে যা আমার স্বামী বেচে থাকতে করতেন। গরুটি আমার ঘাড়ে এবং চুলের কাছে চেটে দেয়। মনে হচ্ছে স্বামীই গরু রুপে আমার কাছে এসেছে।'একসময় গরুটিকে বিয়ের সিদ্ধান্ত নেন বৃদ্ধা। এবং গ্রাম্য পরিবেশে বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এমনকি এই বিয়েতে বাধা দেয় নি বৃদ্ধার ছেলে। বরং গরুর ব্যবহার ও কার্যকলাপে সেও গরুকে বাবা হিসেবে স্বীকৃতি দিয়েছে।