ইমেইল মার্কেটিং ব্যাসিক টু এডভান্স [শেষ পার্ট]

ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং টিপস ট্রিক্স, ইমেইল মার্কেটিং টিউটোরিয়াল

ইমেইল মার্কেটিং ব্যাসিক টু এডভান্স [শেষ পার্ট]

ইমেইল মার্কেটিং ব্যাসিক টু এডভান্স [শেষ পার্ট]

আগের আর্টিকেল এ আলোচনা করেছিলাম ইমেইল মার্কেটিং এর ব্যাসিক নিয়ে। এই পোস্টে ইমেইল মার্কেটিং এর কিলার কিছু টিপস নিয়ে।

★ লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি

সবার আগেই  আমি আপনাদের বলে নিতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি নিজে  ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কোন ধরণের ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করি না। তারপরও আপনাদের অনুরোধে কিছু ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বের করার পদ্ধতি দিয়ে আপনাদের উপকৃত করছি।   ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্যে অনেক ধরণের ব্ল্যাক হ্যাট মেথড রয়েছে। তারমধ্য থেকে বিপুল জনপ্রিয় ও সহজ ৫টি পদ্ধতির বর্ণনা করছি।   প্রথম মেথড :- প্রথমে আপনি আপনার জীমেইল এড্রেসে এর ভিতর প্রবেশ করুন। তারপর আপনি আপনার কন্টাক্ট অপশনটিতে প্রবেশ করুন। কন্টাক্ট অপশন থেকে যে কোন একটি লিস্টকে সিলেক্ট করে ফেলুন। তারপর লিস্টে বিদ্যমান সকল ইমেইলগুলোকে সিলেক্ট করুন, অপশন থেকে এক্সপোর্ট অপশন এ ক্লিক করুন। সেখান থেকে সিলেক্ট অল কন্টাক্ট নামে একটি অপশন রয়েছে তা সিলেক্ট করে সকল ইমেইল লিস্ট এক্সপোর্ট করুন ও  আপনার হার্ডডিস্কে  সেভ করুন। আপনার সেভ করা ফাইলটি যে ফরম্যাটে  হবে তা হলো .csv ফরম্যাট। মূলত এভাবেই আপনি আপনার জীমেইল আকাউন্ট থেকে ইমেইল লিস্টিং করতে পারেন এবং আপনি আপনার বন্ধু বা পরিচিত মানুষেদের জিমেইল অ্যাকাউন্টে থাকা কন্টাক্ট অপশন থেকে তাদের ইমেইল থেকে লিস্টিং করতে পারেন। এই পদ্ধতিতে আপনি চাইলে ইয়াহু মেইল, হট মেইল থেকেও ইমেইল এড্রেসগুলো সংগ্রহ করে একটি ছোট-খাটো কালেকশন এর মতো করতে পারেন।   দ্বিতীয় মেথড :- আপনি যে কোন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেসগুলো খুজতে পারেন এবং খুব সহজেই খুজে পেতে পারেন। এই মেথডটি খুব সহজ ও খুবই কার্যকরী। এই মেথডটিকে ইউজ করার জন্য আপনাকে যা করতে হবে তা হল যে ব্যক্তির নাম দিয়ে আপনি খুজতে চাচ্ছেন তার নাম + ইমেইল লিখে গুগলে সার্চ দিতে হবে এবং সার্চ রেজাল্টকে সিলেক্ট (ctrl+A) করতে হবে এবং কপি করে নিতে হবে। তারপর এই লিংকটির মাধ্যমে  “http:// eel.surf7.net.my” এই ওয়েবসাইটটিকে ওপেন করুন। এই ওয়েবসাইটিকে  মূলত ব্যবহার করা হয়ে থাকে ইমেইল এক্সক্রাক্টর হিসাবে । যেখানে অনেক ডাটার মধ্য থেকে শুধু ইমেইল গুলোকে খুজে বের করে আপনার সামনে তুলে ধরবে। আলাদিনের জাদুর প্রদীপের দৈত্য যেমন চাওয়া মাত্র আপনার সামনে  সব হাজির করত ঠিক তেমনি তেমনি এই ওয়েবসাইট আপনাকে আপনার  কাঙ্খিত নামের ব্যক্তির ইমেইলটিকে তুলে ধরবে। এখন আপনাকে যা করতে হবে তা হলো কপি করা সার্চ রেজাল্টকে “http:// eel.surf7.net.my” ওয়েবসাইট এর ইনপুট এড্রেস অপশনে পেস্ট করে দেওয়া এবং এক্সক্রাক্টে ক্লিক করা। এক্সক্রাক্টে ক্লিক করবার পর আউটপুট অপশনে কাঙ্খিত নামের ব্যক্তির ইমেইল এড্রেস চলে আসবে । এভাবে আপনি যে কেন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেস খুজে বের করে ফেলতে পারবেন অনায়াসে।   তৃতীয় মেথড :- আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের নাম বলছি যেটার নাম হচ্ছে skymem.com ।এই ওয়েবসাইটটিকে বলতে পারেন মোটামুটি ভালো মানের এবং অত্যন্ত উপকারী । কারণ, যারা ব্ল্যাক হ্যাট মেথডগুলোর ব্যবহার করবেন তারা অন্ত্যত এই পদ্ধতিটির সম্পর্কে  জানতে পারবেন যে আপনি কার বা কোন প্রতিষ্ঠানের ইমেইল এড্রেসগুলোকে  কালেক্ট করছেন। এই ওয়েবসাইটটিতে প্রতি মাসে তারা তাদের নিজস্ব ইমেইলগুলোকে কালেক্ট করে। টিম সংগৃহীত ইমেইল লিস্টগুলোকে এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতি মাসে প্রায় ৫০ হাজারেও বেশি ইমেইল অ্যাড্রেস এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। প্রথমত আপনাকে যা করতে হবে তা হল skymem.com  ওয়েবসাইটিকে ওপেন করতে হবে এবং বর্তমান মাসের ইমেইলগুলোর লিস্টটিকে একটি নতুন উইন্ডোতে ওপেন করে রাখুন। তারপর সেখানে লক্ষ্য করে দেখুন অনেক গুলো ইমেইল লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে ওপেন করতে থাকুনএকটি একটি করে আর আপনার চোখের সামনে হাজির হবে হাজার হাজার ইমেইল অ্যাড্রেস এবং তার সাথে তাদের নাম বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা সহজ ভাষায় সকল কিছু।   কিন্তু সাধারণত আপনি  ওই ইমেইল অ্যাড্রেসগুলোকে সহজে কপি করতে পারবেন না। আপনাকে যা করতে হবে তা হলো সব  ইমেইল অ্যাড্রেসগুলোকে সিলেক্ট করতে হবে এবং মাউসের বামবাটনটিকে চেপে রেখে এই ওয়েবসাইটের হোমেপেজের একটি এক্সক্রাক্ট করার জায়গা রয়েছে সেখানে ছেড়ে দিতে হবে। তারপর আর কি ওইখান থেকে কপি করে এম এস ওয়ার্ড কিংবা এম এস এক্সেলে পেস্ট করে সেভ করে ফেলুন। ব্যস পেয়ে গেলেন কাঙ্ক্ষিত ইমেইল অ্যাড্রেসের রীতিমতো এক বিরাট কালেকশন ……।।   চতুর্থ মেথড :- লিঙ্কডিন এর এই ওয়েবসাইটের সম্পর্কে আপনারা সবাই কম-বেশি জানেন যে এটি একটি বিজনেস রিলেটেড নেটওয়ার্ক সাইট। আমি পার্সোনাল ভাবে মনে করি যে ফেসবুক, টুইটার এর চেয়ে লিঙ্কডিনই অনেক বেশী ট্রাস্টফুল এবং কার্যকরী । কেননা, লিঙ্কডিনে যাদের প্রোফাইল রয়েছে তারা আসলে তাদের কাজ কিংবা বিসনেজ রিলেটেড সত্যিকার বিষয় নিয়েই একাউন্ট তৈরি করে থাকে। তাই ফেসবুক বা টুইটারের মত ভুয়া একাউন্ট এখানে অনেক কম থাকে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা লিঙ্কডিন থেকে মোটামুটি টারগেটেড ইমেইল এড্রেস খুজে পাবেন। এখন আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা  খুব সহজে এবং কম সময়ে লিঙ্কডিন থেকে ইমেইল এড্রেসগুলোকে বের করে ফেলতে পারবেন । আমি আপনাদের একটি সূত্র দিয়ে দিচ্ছি তা হচ্ছে=   site:uk.linkedin.com/in/ “gmail.com” OR “yahoo.com” OR “ymail.com” OR “msn.com” OR “hotmail.com” OR “mac.com” OR “ovimail.com” OR “verizon.com” OR “aol.com” OR “mail.com” “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”   এই সূত্র ব্যবহার করার নিয়মটার কথা আপনাদেরকে  বলছি। এখানে যা আছে তার আপনি কোন ধরণের পরিবর্তন করবেন না। শুধু যা পরিবর্তন করবেন তা হলো, যে দেশের ইমেইল অ্যাড্রেসগুলো আপনার  প্রয়োজন সেই দেশের দুই অক্ষরের শর্ট নামগুলোকে বসিয়ে দিতে হবে। মানে এখানে দেওয়া আছে “UK” আপনি যদি আমেরিকান ইমেইল লিস্ট চান তাহলে আপনি ঔ জায়গায় লিখে নিন “US”। আরেকটা মেইন  বিষয় হলো যে, আপনি যে যে কীওয়ার্ড এর ইমেইল অ্যাড্রেসগুলো পেতে চান সেই কীওয়ার্ড গুলোকে পরিবর্তন করলেই হবে। মানে এখানে আছে “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”আপনি যদি এখন ডাক্তারদের ইমেইল লিস্টগুলো চান তাহলে আপনি ঔ জায়গায় লিকজে নিন  “doctor” ও ডাক্তারদের সাথে সম্পর্কযুক্ত কীওয়ার্ড গুলোকে  ব্যবহার করলেই হবে।আপনার কাজ শেষ।   এখন আসি যে কিভাবে ইমেইল অ্যাড্রেসগুলোকে বের করবেন তা বলছি, প্রথমে সূত্রটি আপনাকে পছন্দমত দেশ ও কীওয়ার্ড পরিবর্তন করে তা কপি করে নিতে হবে এবং গুগলে সার্চ দিতে হবে। সার্চ রেজাল্ট যা আসবে তা কপি করে “http://eel.surf7.net.my” ওয়েবসাইট ওপেন করে ইনপুট এড্রেস অপশনটিতে পেস্ট করে দিতে হবে এবং এক্সক্রাক্টে ক্লিক করবেন। এক্সক্রাক্টে ক্লিক করবার পর আউটপুট অপশনে চলে আসবে এবং কাঙ্খিত দেশ ও কীওয়ার্ডগুলো ইমেইল এড্রেসের সম্ভার।এখান থেকে ইমেইল অ্যাড্রেসগুলোকে কপি করবেন এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে পেস্ট করে সেভ করে ফেলুন। ৫টার ভিতর এটাই অনেক সহজ এবং খুব ভাল পদ্ধতি যা আমার কাছে মনে হয়।   পঞ্চম মেথড :- এখান যে পদ্ধতিটির সম্পর্কে আলোচনা করব তা হলো একটি সফটওয়্যার “Atomic Email Hunter”। আমি আসলে আপনাদের সফটওয়্যারের সাপোর্ট একদমই করছি না। কিন্তু এই সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যারের চেয়ে মোটামোটি অনেক বেশী ভালো। এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ওয়েবসাইট বা যে কোন কীওয়ার্ড সার্চ দিলে পেয়ে যাবেন অসংখ্য ইমেইল এড্রেসগুলোর এক বিশাল ভাণ্ডার। [the_ad id="1662"]

★ লিস্ট বিল্ডিং করার কিছু টিপস এন্ড ট্রিক্স :-

যতটা সম্ভব আপনি চেষ্টা করুন এই সব ব্ল্যাক হ্যাট মেথডগুলোকে ব্যবহার না করার জন্য। তারপর ও যারা ফ্রীলেন্সিং করবেন তাদের অনেক সময় ব ইমেইল সেন্ড করবার জন্যে অনেক ইমেইল অ্যাড্রেস এর প্রয়োজন হতে পারে তাদের জন্য এই ব্ল্যাক হ্যাট মেথডগুলো। কিন্তু যারা অ্যাফেলিয়েট মার্কেটিং করবেন বা করছেন কিংবা নিজের কোন প্রোমোশন করবেন তারা এইসকল ব্ল্যাক হ্যাট মেথড গুলোকে ব্যবহার করবেন না। তারা অবশ্য অবশ্যই হোয়াট হ্যাট মেথড গুলোকে ব্যবহার করবেন। ★ ইমেইল ডেলিভারী : ইমেইল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ  শেষ ধাপ হচ্ছে ইমেইল ডেলিভারী করা। ইমেইলগুলো ডেলিভারী বা পাঠানোর জন্য আপনার SMTP (simple mail transfer protocol) সার্ভার প্রয়োজন। সাধারন ভাবে আমরা মেইল পাঠানো জন্য যে সকল সাইটগুলোর ব্যবহার করে থাকি, যেমন Verizon, Comcast, AOL, Gmail, Yahoo, GoDaddy, Earthlink ইত্যাদি। এই সাইটগুলো আপনাকে বেশি পরিমাণ মেইল একদিনে পাঠাতে কখনোই দিবে না। অথচ আপনাকে হয়তো প্রতিদিনই হাজার হাজার মেইল কিংবা লক্ষ মেইলও পাঠাতে হতে পারে। তাই নিজে SMTP সার্ভার কিনে সেটআপ করে নিতে পারেন এবং যত ইচ্ছা পাঠাতে পারবেন। একজন সফল ও ভালো মানের ইমেইলে মার্কেটার হতে হলে অবশ্যই আপনাকে আপনার একটি ভালো মানের SMTP সার্ভার এর প্রয়োজন হবে। SMTP সার্ভার কিনে নেয়াই সবথেকে উত্তম উপায় । যদিও বিভিন্ন রেসটিকশন সহকারে ফ্রি সার্ভারও পাওয়া যায়, কিন্তু  এগুলোতে ঝামেলা বরাবরই লেগে থাকে। প্রফেশনাল ইমেইল মার্কেটারেরা কখনই ফ্রি সার্ভারগুলোর ব্যবহার করে না। আপনি এই SMTP সার্ভার বিভিন্ন ভাবেই পেয়ে যেতে পারেন। কোন কোম্পানী থেকে স্পেস ভাড়া নিয়েও আপনি আপনার কাজ করতে পারেন। আবার নিজস্ব পিসি থেকেও এ কাজটি করতে পারেন। ইমেইল সেন্ডিংয়ের করবার জন্যে আপনি যে কোন ইমেইল ব্লাষ্টিং সফটওয়্যারকে ডাউনলোড করে কাজ চালিয়ে নিতে পারেন।আপাতত আপনি Constant Contact, MailChimp, ExactTarget, Emma Mail, AWeber, InfusionSoft সাইট থেকেই আপনার কাজ চালিয়ে যেতে পারেন। ইমেইল ডেলিভারী দেয়ার আগে অবশ্যই স্পাম আইনগুলো জেনে নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow