ব্যাকলেস ব্লাউজ সাথে নেটের শাড়ি! মনামী হট অবতার রূপে
অভিনেত্রীর এই লুকটি যে দুর্দান্ত, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। মনামীর বোল্ড ছবি দেখে তাক লাগবে আপনারও।
ব্যাকলেস ব্লাউজ সাথে নেটের শাড়ি! মনামী হট অবতার রূপে
টলিউড নায়িকার এই লুকটি যে আসলেও দুর্দান্ত, তা আর বলে দেবার অপেক্ষা রাখে না। মনামী এর বোল্ড ছবি দেখে তাক লাগবে ছেলেবুডো সহ আপনারও।
নায়িকা মনামী ঘোষ এর গ্ল্যামার দেখে বোঝার উপায় নেই যে এই অভিনেত্রীর বয়স প্রায় ৪০ছুইছুই ! তাই তো টলিউড পাড়ায় যেসব চিরতরুণ সুন্দরীকে নিয়ে বারবার আলোচনা হয়, তাঁদের মধ্যে মনামী হলেন একজন। তাঁর মিষ্টিমাখানো হাসি এবং লাস্যময় সৌন্দর্য এর জনু লাইমলাইটে থাকছেন তিনি। আর বং ডিভার স্টাইলিং নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে তো প্রশংসা করা ছাড়া আর কোনো উপায়ান্তর থাকে না।
সুন্দরী ওয়েস্টার্ন ড্রেসে যেমন সবার নজর কাড়েন, তেমনই শাড়িতেও ধরা দেন লাস্যময়ী অবতারে। গোলাপি রঙের নেট শাড়িতে অপূর্ব একটি লুকের ছবি শেয়ার করেছিলেন মনামী। তাঁকে দেখে তখন চোখ ফেরানোই দায়!
গোলাপি নেট এর একটি শাড়ি পরেছিলো মনামী। এই শাড়ির নেট এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ। এই শিয়ার ফ্যাব্রিক শাড়িতে মনামীর গ্ল্যামার এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। শাড়িটি ট্র্যাডিশনাল ড্রেপ করেছিলেন অভিনেত্রী, যা তাঁর ফিগারকে পূর্ণতা দিয়েছিল। এদিকে হাইলাইট করেছিল অভিনেত্রীর টোনড মিডরিফকে। তাঁকে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না ইন্সটাগ্রাম দুনিয়ায়।
ব্লাউজে ডিপ ভি নেকলাইন দেয়া হয়েছে। সাথে এর স্ট্র্যাপি স্লিভ ব্লাউজ এর হটনেসকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল এই ব্লাউজ এর ব্যাক ডিটেলিং। ব্যাকলেস ছোঁয়া মনামীর সৌন্দর্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। লুকে দিয়েছিল হট টাচ!
What's Your Reaction?