ঘরে বসেই তৈরি করা যায় লিপস্টিক! কিভাবে....
বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে লিপস্টিক ব্যবহার করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন নামি-দামি ব্রান্ডের লিপস্টিক ব্যবহার করে থাকেন।
 
                                                                                                    বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে লিপস্টিক ব্যবহার করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন নামি-দামি ব্রান্ডের লিপস্টিক ব্যবহার করে থাকেন। এবার চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের শেডের লিপস্টিক। প্রাকৃতিক উপায়ে তৈরি এই লিপস্টিক তৈরি করতে প্রয়োজন হবে এসব উপাদান:
০১. কার্নুবা মোম এক চা চামচ
০২. চালের মোম এক চা চামচ
০৩. ক্যান্ডেলিল্লা মোম এক চা চামচ
০৪. শিয়া বাটার তিন চা চামচ
০৫. ক্যাস্টর ওয়েল দুই চা চামচ
০৬. ক্যামেলিয়া সিড ওয়েল এক চা চামচ
০৭. প্রাকৃতিক রঙ এক চা চামচ
০৮. সিলিকন মোল্ড
০৯. লিপস্টিকের টিউব
প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। এরপর তিন প্রকার মোম এবং শিয়া বাটার তেল গরম পানিতে দিয়ে দিন। পছন্দের প্রাকৃতিক রঙ দিয়ে দিন এক চা চামচ৷ এরপর সেই মিশ্রণ ঢেলে দিন আপনার শেষ হয়ে যাওয়া কোন লিপস্টিক মোল্ডে। ১৫ মিনিট পর মিশ্রণটি খুব সহজেই জমাট বেঁধে যাবে৷
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	