২৩ বছর বয়সে ১১ সন্তানের জননী! লক্ষমাত্রা ১০৫!
শুনতে অবাক লাগছে? শিরোনামটা কিন্তু একবিন্দুও মিথ্যে নয়। মাত্র ২৩ বছর বয়সেই ১১ সন্তানের জননী হয়েছেন ক্রিস্টিনা নামক এক রাশিয়ান তরুণী। তবে এতেও তিনি সন্তুষ্ট নন, বরং তার লক্ষ্যমাত্রা ১০৫! অর্থাৎ ১০৫ টি সন্তানের জননী হওয়ার বাসনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিনা।
ক্রিস্টিনার স্বামী উজটার্ক পেশায় একজন ব্যবসায়ী। জর্জিয়ার সবচেয়ে বড় হোটেলটির মালিক ক্রিস্টিনা-উজটার্ক দম্পতি। ফলে অর্থের কোন অভাব তাদের নেই। দুজনেই যেহেতু বাচ্চা-কাচ্চা খুব ভালোবাসেন, দুজনেই চান বাচ্চারা পুরো ঘরময় খেলা করে বেড়াক। সেই শখ পূরণেই মূলত দুজনের এই অদ্ভুত ইচ্ছে।
তবে এক্ষেত্রে উল্লেখ্য এই ১১ সন্তানই নিজের গর্ভে ধারণ করেন নি ক্রিস্টিনা। বরং ছয় বছরের মেয়ে ভিকা ছাড়া বাকি ১০ জনের জন্ম হয়েছে উজটার্কের শুক্রানু নিয়ে অন্য নারীর গর্ভে। অন্য নারীর গর্ভ ভাড়া নিতে মালিক ক্রিস্টিনা-উজটার্ক দম্পতিকে গুনতে হয় সন্তান প্রতি আট হাজার ইউরো। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা। তবে এসব কিছুই তুচ্ছ সন্তানের বাবা মা হিসেবে তাদের কাছে। ঘরে অন্তত ১০৫ টি সন্তানের স্বপ্ন দেখেন তারা। আর সেই লক্ষেই এগিয়ে যাচ্ছেন তারা।