হোয়াটসঅ্যাপ থেকে ডাকা যাবে উবার! যেভাবে করবেন...
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে রাইড শেয়ারিং প্লাটফর্ম উবার৷ ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ডাকা যাবে উবার৷ প্রাথমিকভাবে এই সেবা ভারতে চালু হলেও ধীরে ধীরে অন্য দেশও যুক্ত করা হবে।
নতুন হওয়া এই চুক্তি অনুসারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর নতুন করে উবার অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না। ব্যবহারকারীর নিবন্ধন থেকে শুরু করে রাইড বুকিং সবই হবে হোয়াটসঅ্যাপে।
ভারতের লক্ষ্মৌতে সম্প্রতি চালু হয়েছে এই সেবা। উবারের পক্ষ থেকে জানানো হয়েছে হোয়াটস অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পাওয়া গেলেও সেফটি ও ইনসুরেন্স পলিসি আগের মত থাকবে। হোয়াটসঅ্যাপেও গাড়ি নাম্বার এবং ড্রাইভারের সাথে কথা বলা যাবে৷ ধীরে ধীরে বাংলাদেশ সহ অন্যান্য দেশেও চালু হবে এই সেবা জানিয়েছে উবার কর্তৃপক্ষ।