রোদে গায়ের রঙ কালো কেন হয়?

রোদে গায়ের রঙ কালো কেন হয়?

প্রয়োজনীয়-গুরুত্বপূর্ণ নানান কাজেই আমাদের বাড়ির বাইরে বের হতে হয়৷ একটা স্বাভাবিক সুস্থ মানুষের তিন রকম গায়ের রঙ হতে পারে।  কালো,  বাদামি এবং সাদা ধবধবে।

তবে বেশিক্ষণ সুর্যের আলোয় থাকলে সাদা চামড়ার রঙ পুড়ে কিছুটা কালচে হয়ে যায়। কারণ হিসেবে মনে হতে পারে সুর্যের তাপে পুড়ে চামড়া কালো হয়েছে। কিন্তু আসলে তা সত্য নয়। সূর্যের অতি বেগুনি রশ্মি (আল্ট্রা ভায়োলেট রে) র প্রভাবের কারণে চামড়ার রঙ বদলে যায়। যদিও রোদের তীব্রতা কম হলে তা চামড়ার জন্য উপকার হয়, শরীরে ভিটামিন ডি তৈরি করে। তবে বেশি রোদের তীব্রতা হলে তা ক্ষতির কারণ হয়। এমনকি চামড়ার ক্যান্সার পর্যন্ত হতে পারে। চামড়ার যেন ক্ষতি না হয়, সেটা দেখে মেলানোসাইট নামক এক ধরনের কোষ৷ এর থেকে তৈরি হওয়া মেলানিন সূর্যের ক্ষতিকর আলো শুষে শরীরকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত রোদ চামড়ায় সরাসরি ক্ষতি করে এবং ডিএনএ বিকৃতি ঘটায়। শরীরের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে চামড়ায় অতিরিক্ত মেলানিন অতিবেগুনি রশ্মি দিয়ে জার্জিত (অক্সিজেনযুক্ত) হয়৷ এই প্রক্রিয়ায় চামড়া ঘন রঙ ধারণ করে৷ যা ধুসর বা কালো দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow