নারী থেকে পুরুষ, আবারও নারী হতে চান মহিলা!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ধরা যাক, বাজার থেকে কিছু কিনে আনলেন। কিন্তু হটাৎ মন খারাপ হলো, কিনে আনা জিনিসটি আর পছন্দ হচ্ছে না। কিংবা অন্য কিছু পছন্দ হলো। এমতাবস্থায় কী করবেন? নিশ্চয়ই কিনে আনা জিনিসটা ফেরত দিয়ে অন্য পছন্দসই জিনিসটা আনবেন।
তবে যুক্তরাষ্ট্রের এক নারী পড়েছেন অদ্ভুত সমস্যায়। ২৬ বছর বয়সী এই নারী এর আগে নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নারী থেকে পুরুষে রুপান্তরিত হয়েছিলেন। কিন্তু এতেও যেন সন্তুষ্ট নন তিনি। বরং পুনরায় নারী হিসেবে রুপান্তরিত হতে চান। 
১৯ বছর বয়সে নারীর শরীরের প্রতি অনীহা সৃষ্টি হওয়ায় তখন থেকেই পুরুষ হওয়ার সব  রকম ব্যবস্থা করন তিনি। এবং প্রথমে স্তন দুটি কেটে ফেলেন এবং পরবর্তীতে দীর্ঘ ছয় বছরের চিকিৎসা শেষে পুরপুরি পুরুষ হিসেবে পরিণতি পান৷ 
তবে ২০২১ সালে তিনি চিকিৎসা বন্ধ করে দেন এবং আবার নিজেকে জন্মগত নারী হিসেবে রুপান্তরিত হতে চেষ্টা করে যাচ্ছেন তিনি। যারা তার মতো এমন আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, তাদের সঠিক পথ দেখানোর ব্যপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷