কেমন অন্তর্বাস পরতে হবে
অন্তর্বাস আমাদের দেশের মেয়েদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। অন্তর্বাস ইউজ করেন না এমন মেয়ের সংখ্যা নিতান্তই কম। শুধু অন্তর্বাস পরলেই হবে না। অন্তর্বাস এর সঠিক আকার না হলে তা বড়ই অস্বস্তিকর।
 
                                                                                                    কেমন অন্তর্বাস পরতে হবে
অন্তর্বাস মেয়েদের নিকট খুবই পরিচিত একটি শব্দ। অন্তর্বাস ইউজ করেন না এমন মেয়ের সংখ্যা একদমই কম। শুধু অন্তর্বাস ব্যবহার করলেও হবে না। অন্তর্বাস সঠিক সাইজের না হলে তা হয়ে উঠে বড়ই অস্বস্তিকর। কারণ সুগঠিত দেখানোর পাশাপাশি তা নিরাপত্তাও দিয়ে থাকে। তাই এ বিষয়টির প্রতি অবশ্যই সকলের খেয়াল রাখা উচিত হবে।
তো চলুন জেনে নেই কেমন অন্তর্বাস পরবেন
আকার ছোট কিংবা বড়
অনেক নারীই একটি থেকে অন্য স্তন একটু ছোট বা বড় থাকে। তাই শরীর এর গঠন সর সাথে মিলিয়ে সঠিক মাপ এর ব্রা ইউজ করতে পারবেন।
সমান্তরাল রাখা
বক্ষবন্ধনী সর 'কাপ' এর ওপর এর পার্টে বুকের সমান্তরালে থাকতে হবে। শরীর আর ব্রা এর মাঝে কোনো ফাঁক রাখা যাবে না। আর একটি ব্রা বেশিদিন পরে থাকা মোটেও ঠিক নয়।
পেছনের ফিতা সোজা রাখা
অনেক সময়ে ব্রা পরতে গেলে দেখা যাবে বেশির ভাগ সময় ব্রা ফিতা বাঁকা হয়ে থাকছে কিংবা প্যাঁচ লেগে আছে, পেছনের ফিতা ওপর দিকে উঠে চলে আসে, তাহলে বুঝতে হবে মাপ ঠিকমতো হয়নি। পেছনের ফিতা অবশ্যই পিঠের দুই চাকতি এর নিচে সমান্তরালভাবে রাখতে হবে।
'স্ট্র্যাপ' কাঁধ থেকে খসে পড়লে
অনেক সময় দেখা যায় ব্রা পুরনো হয়ে গেলে তা কাঁধ থেকে স্ট্র্যাপটি খসে পরে যায়। এটি খুবই অস্বস্তিকর একটি ব্যাপার। সাধারণত ঘাম ও শরীর এর উত্তাপের কারণে সময়ের সঙ্গে ইলাস্টিক এর কার্যকারিতা লোপ পেতে থাকে। এই সমস্যা দেখা দিলে নতুন ব্রা কিনে নিতে হবে।
হুক সমস্যা
ব্রা কিনবার সময়ে অবশ্যই তা দেখে কিনতে হবে। বক্ষবন্ধনী এর পেছন এর ফিতার হুক এক বা দুই ঘর হয়ে থাকে। পরার সময় ছোট-বড় অস্বস্তি হলে কমবেশি করে নেওয়া যেতে পারে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	