বিয়ের আংটি কেনার সময় যা মাথায় রাখা জরুরি…

বিয়ের আংটি বর কিংবা কনে সবার জন্য অত্যন্ত মূল্যবান এবং স্মৃতির চিহ্ন। যে কারণে বিয়ের আংটি কেনার সময় যেসব বিষয় অবশ্যই মাথায় রাখবেন…

বিয়ের আংটি কেনার সময় যা মাথায় রাখা জরুরি…

বিয়ের আংটি বর কিংবা কনে সবার জন্য অত্যন্ত মূল্যবান এবং স্মৃতির চিহ্ন। যে কারণে বিয়ের আংটি কেনার সময় যেসব বিষয় অবশ্যই মাথায় রাখবেন…

যেহেতু সবার আঙ্গুলের মাপ কিংবা আকার সমান নয়। তাই কেমন আঙ্গুলের জন্য কী ধরণের আংটি কিনবেন জেনে নেই..

এক, ছোট আঙ্গুলের জন্য ডিম্বাকৃতির আংটি বেশ যুতসই। এছাড়া জ্যামিতিক আকারের আংটিও ছোট আঙ্গুলে ভালো মানায়। এ ধরণের আংটি পড়লে ছোট আঙ্গুল কিছুটা হলেও লম্বা দেখায়।

দুই, হাতের আঙ্গুল লম্বা আকৃতির হলে গোলাকার ধরণের আংটি নেয়া বুদ্ধিমানের হবে এবং অবশ্যই ডিম্বাকৃতির আংটি সেক্ষেত্রে এড়িয়ে চলাই শ্রেয়।

তিন, আঙ্গুল যাদের তুলনামূলক মোটা তারা বড় পাথরের বিভিন্ন নকশার আংটি পড়তে পারেন। এতে আঙ্গুল সরু দেখায় এবং হাতের সৌন্দর্য বাড়ায়।

চার, যাদের হাত ও আঙ্গুল বেশ বড়, তারা বেশ বড় পাথরের আংটি কিংবা চাঙ্কি আংটি পড়ুন। তবে হাত ছোট হলে অবশ্যই বড় পাথরের আংটি এড়িয়ে চলুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow